adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে সমঝোতা নয়

image_67134_0 (1)ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন,  ‘খালেদা জিয়ার সঙ্গে কোনো সমঝোতা নয়। কিসের সমঝোতা হবে আপনার সঙ্গে, কি জন্য সমঝোতা হবে, স্বাধীনতাবিরোধীদের সাথে কোন সমঝোতা হতে পারে না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। স্পষ্ট করে বলতে চাই শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ একাত্তরের ঘাতক কোনো প্রতিক্রিয়াশীল শক্তির সঙ্গে সমঝোতা হতে পারে না।’

প্রসঙ্গত, খালেদা জিয়া গতকাল সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘সরকারকে বলবো সমঝোতার পথ প্রশস্ত করুন। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অষ্ট্রেলিয়া, চীন, জাপানসহ প্রতিটি বন্ধু দেশের সরকারকে ধন্যবাদ জানাই। কারণ তারাও এ সঙ্কট নিরসনে সমঝোতার আহ্বান অব্যাহত রেখেছে।’

নাসিম অভিযোগ করে বলেন, ‘বিরোধী দলীয় নেত্রী বিদেশীদের ডেকে এনে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে সাহায্য চাচ্ছেন। কিন্তু কেন বিদেশিরা আমাদের সাহায্য করবেন। যদি জনগণ আমাদের সাহায্য না করেন। এটি আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়।’

শুক্রবার দুপুরে ধানমণ্ডির প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি নেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

‘খালেদা জিয়া সহিংসতাকে উসকে দিচ্ছেন। একাত্তরের ঘাতকদের জ্বালাও-পোড়াও করতে শুধু মদদ নয়, প্রকাশ্যে মদদ দিচ্ছেন। তাদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিচ্ছেন’, বলেও মন্তব্য করেন নাসিম।

কাদের মোল্লার রায় কার্যকর প্রসঙ্গে তিনি বলেন, ‘গতকাল একাত্তরের ঘাতকদের একটি ঐতিহাসিক রায় হয়েছে, কিন্তু তাঁর মুখ দিয়ে একটি কথা নেই, একটি বক্তব্য নেই। তিনি (খালেদা জিয়া) যে কথাগুলো বলেছেন এতে স্বাধীনতাবিরোধী শক্তিকেই উসকে দিয়েছেন, মদদ দিয়েছেন।’

এরশাদকে সরকার আটক করছে কি না এমন প্রশ্নের জবাবে নাসিম মুচকি হেসে বলেন, ‘এ ধরনের গ্রেপ্তারের কোন ঘটনা ঘটেনি। উনি অসুস্থ বোধ করার রাষ্ট্রীয় নিরাপত্তায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। সাবেক সেনাপ্রধান হিসেবে সিএমএইচে চিকিৎসা নিতেই পারেন তিনি।’

কাদের মোল্লার রায়কে একটি ঐতিহাসিক রায় উল্লেখ করে ১৪ দলের পক্ষে মোহাম্মদ নাসিম বলেন, ‘অত্যন্ত কৃতজ্ঞতার সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই। তিনি শুধু কথা দিয়ে কথা রাখেননি। সব অনিশ্চয়তাকে দূর করে দন্ড কার্যকর করার ক্ষেত্রে সাহসী ভূমিকা রেখেছেন।’

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক,  সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসন, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া