adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যাপক মুসা আনসারীর দাফন সম্পন্ন

image_59230ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির আজীবন সদস্য ফেলো গবেষক অধ্যাপক মোহাম্মদ মুসা আনসারীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর উত্তরা ১০ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে উত্তরা কবরস্থানে তাকে দাফন করা হয়।

বৃহস্পতিবার ভোরে ঢাকার উত্তরা ১০ নম্বরর সেক্টরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি এক ছেলে, তিন মেয়ে, অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক মুসা আনসারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, “অধ্যাপক মুসা আনসারী ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তার মৃত্যুতে দেশ একজন কৃতী শিক্ষাবিদকে হারাল।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “অধ্যাপক মোহাম্মদ মুসা আনসারী ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক এবং ইতিহাসবিদ। সর্বোপরি তিনি ছিলেন একজন উদার মানবতাবাদী প্রগতিমনস্ক ব্যক্তি। তার মৃত্যুতে নিঃসন্দেহে দেশ একজন কৃতি শিক্ষককে হারাল। শুধু তাই নয় তার প্রয়াণে এদেশে ইতিহাসচর্চার ক্ষেত্রেও এক অপূরণীয় ক্ষতি হলো। আমি এ মহান পণ্ডিতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

অধ্যাপক আনসারী ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা থেকে অবসর নেন। ইতিহাস বিষয়ে ছয়টি গবেষণা গ্রন্থ ছাড়াও স্বীকৃত গবেষণা জার্নালে তার প্রায় অর্ধশতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

কুলখানি: মরহুম মুসা আনসারীর কুলখানি শনিবার বাদ আসর উত্তরা ১০ নম্বর সেক্টর মসজিদে অনুষ্ঠিত হবে। ওই কুলখানিতে অংশ নিতে মরহুমের আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া