adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৩ তাৎপর্যপূর্ণ হলেও অর্থনীতি সঙ্কটাপন্ন

image_66995_0ঢাকা: চলতি বছরকে খুবই তাৎপর্যপূর্ণ হলেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনৈতিক অবস্থা সঙ্কটাপন্ন বলে মন্তব্য করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার ঢাকার অফিসার্স ক্লাবে চেম্বারের ২০০১২-১৩ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এজিএম সভায় গত ৫ ডিসেম্বর বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের পুরোধা দক্ষিণ আফ্রিকার সাবেক রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার জীবনাবসানে গভীর শোক প্রকাশ করা হয়।

বক্তব্যে কাজী আকরাম আন্তর্জাতিক অর্থনীতি প্রসঙ্গে বলেন, ‘আন্তর্জাতিক ঘটনাবলী পর্যালোচনা করলে দেখা যায়, বিশ্বব্যাপী বিরাজমান মন্দাবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে অর্থনৈতিক গতিশীলতা আনয়নসহ অন্যান্য অবস্থার পরিবর্তন বিবেচনায় ২০১৩ সাল আমাদের সবার জন্য খুবই তাৎপর্যপূর্ণ। অপরদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অর্থনৈতিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় আমরা চিন্তিত।’

তিনি এ বছরকে তাৎপর্যপূর্ণ বলার যুক্তিতে তার লিখিত বক্তব্যে বলেন, ‘চলতি বছরে দারিদ্র্য নিরসনে অবদান রাখার জন্য বাংলাদেশের সাউথ সাউথ অ্যাওয়ার্ড; গ্লোবাল ডাইভারসিটি অ্যাওয়ার্ড; ক্ষুধার বিরুদ্ধে সংগ্রাম, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপুষ্টি দূরীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের জন্য এফএও ফুড অ্যাওয়ার্ড এবং সরকার ও ব্যবসায়ী সম্প্রদায়ের প্রচেষ্টায় থাইল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ভারত, চীন, ভিয়েতনাম, বেলারুশ, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ার বাজারে অধিকতর প্রবেশে সাফল্য- এসবকে দক্ষিণ এশিয়ার নেতৃস্থানীয় দেশ হওয়ার ক্ষেত্রে আমাদের তাৎপর্যপূর্ণ উন্নতি বলে অভিহিত করা যায়।’

সভায় এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী,  সহ-সভাপতি হেলাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক এবং সাধারণ পরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় এফবিসিসিআইয়ের বার্ষিক প্রতিবেদন এবং অডিট রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া