adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালে মুখোমুখি শেখ জামাল ও মুক্তিযোদ্ধা

image_66985_0ঢাকা: ওয়ালটন ফেডারেশন কাপের শিরোপার লড়াই অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় জমজমাট ফাইনালে মুখোমেুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।

এর আগে সর্বশেষ ২০০৪-০৫ সালে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছে মুক্তিযোদ্ধা। সেবার ব্রাদার্স ইউনিয়নের সাথে হেরে রানার্সআপ হয়েছিল দলটি। তবে ফেডারেশন কাপের ছয়বারের ফাইনালিস্ট মুক্তিযোদ্ধা শিরোপার দেখা পেয়েছে তিনবার। আবারও শিরোপার জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামছে অলরেডরা।

প্রতিপক্ষ শেষ জামাল ফেডারেশন কাপের শিরোপার স্বাদ পেয়েছে মাত্র একবার। একবারের চ্যাম্পিয়ন হলেও কাগজে কলমে ফাইনালে ফেভারিট শেখ জামালই। ঘরোয়া ফুটবলের  ২০১০ সালে যাত্রার শুরু করে শেখ জামাল খেলেছে ফেডারেশন কাপের সব কয়টি ফাইনাল। ২০১০ সালে চ্যাম্পিয়ন হবার পাশাপাশি রানার্সআপ হয় ২০১১ ও ২০১২ আসরে।

শেখ জামালের কোচ জোসেফ আফুসি ফাইনালে তার দলের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘আমার দলের সব খেলোয়াড়ই ফাইনালের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। মুক্তিযোদ্ধা ক্লাব শক্তিশালী  ও  দলটির কোচ মানিক এজন অভিজ্ঞ প্রশিক্ষক। তাই কাজটা কঠিনই হবে।’ শিরোপা জয়ের প্রত্যয় ছিল অধিনায়ক মামুনুলের কন্ঠেও, ‘চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই শুরু করেছি। ভুলগুলো শুধরে নিয়ে সে উদ্দেশ্যেই মাঠে নামব।’

ফাইনালের পরিকল্পনা সম্পর্কে মুক্তিযোদ্ধার কোচ সফিকুল ইসলাম মানিক বলেন, ‘আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী। তবু আমরা যদি এতদিন যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারি তাহলে চ্যাম্পিয়ন হতে পারব।’ অধিনায়ক মারুফুল জানালেন, ‘তার দলের শক্তির জায়গাটা হচ্ছে আক্রমণভাগ। ডিফেন্সের খেলোয়াড়রাও ভাল ফর্মে আছে। জামালের আক্রমণে সনি নর্দি, ওয়েডসন ভাল করছে। আমাদের এলেটা ও এনকোচা কিংসলেও নিয়মিত গোল পাচ্ছে। শেখ  জামাল যেমন ভাল দল তেমনি আমরাও। কঠোর পরিশ্রম করেই আমরা জয়ী হতে চাই।’

ফলে জমজমাট একটা শিরোপা লড়াই উপভোগ করতে যাচ্ছেন ঢাকার মাঠের দর্শকরা- এমনটাই ধারণা করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া