adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি উপাচার্যের সঙ্গে বিদেশি অধ্যাপকদের সাক্ষাৎ

image_67009_0ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন মেক্সিকো, পোল্যান্ড এবং ভারত থেকে আগত একদল অধ্যাপক।


বৃহস্পতিবার উপাচার্যের অফিসে এই সাক্ষাৎ হয় তাদের।


সাক্ষাৎকারী অধ্যাপকদের মধ্যে ছিলেন- মেক্সিকোর মেট্রোপলিটন অটোনোমাস ইউনিভার্সিটির ড. অ্যানা তেরেসা গাটিরেজ ডেল সিড, ড. গ্র্যাসিয়েলা পেরেজ গাভিলান রোজাস, ড. রোজারিও আরোযু ভেলাসকো ও ড. এরিকা হিনসেন, ইন্ডিয়ান ল’ ইনস্টিটিউটের ড. শিভানন্দন শিভাকুমার ও ভারতের ইউনিভার্সিটি স্কুল অব ল’ অ্যান্ড লিগ্যাল স্টাডিজের ড. লিসা পি. লুকোজ এবং পোল্যান্ডের ইউনিভার্সিটি অব লজের পিএইচডি গবেষক ড. তমাস লচোসস্কি।


এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান এবং ঢাবি আইন বিভাগের অধ্যাপক ড. রহমত উল্লাহও উপস্থিত ছিলেন।


সাক্ষাৎতের সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেক্সিকোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এছাড়া ছাত্র-শিক্ষক ও গবেষক বিনিময়ের ব্যাপারেও তারা মতবিনিময় করেন।


উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। তিনি ১৯৭১ সালে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যে গণহত্যা, ধবংসযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সে ব্যাপারেও তাদেরকে সংক্ষিপ্তভাবে অবহিত করেন।


বিদেশি অধ্যাপকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসায় এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করায় তাদের ধন্যবাদ জানান ঢাবি উপাচার্য।


বিদেশি এই অতিথিলা বাংলাদেশের এমপাওয়ারমেন্ট থ্রো ল’ অব দি কমন পিপলের (এলকপ) আমন্ত্রণে উক্ত সংস্থার ১ হাজার ৪শ’ অধিবেশন বাৎসরিক হিউম্যান রাইটস সামার স্কুল, ২০১৩-এ যোগদান উপলক্ষে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।


অধিবেশনের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘হিউম্যান রাইটস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস’। দেশ-বিদেশের ৪৮ জন আইনের ছাত্র, গবেষক ও শিক্ষাবিদ এ অধিবেশনে যোগ দিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া