adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টকশো নিয়ন্ত্রণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক: এবিএম মূসা

image_59103_0ঢাকা: প্রবীণ সাংবাদিক এবিএম মূসা অভিযোগ করেছেন, “স্বাধীন মত প্রকাশে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিধিনিষেধ আরোপ করেছে। এজন্য বিভিন্ন চ্যানেলের টকশো নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।” তিনি সরকারের এই আচরণের তীব্র নিন্দা জানান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘টেলিভিশন টকশো: সরকারের নিয়ন্ত্রণ প্রসঙ্গে নাগরিক উদ্বেগ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এবিএম মূসা এসব কথা বলেন।

সরকারের আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রবীণ এই সাংবাদিক বলেন, “সরকারের সমালোচনাকারী কিছু রাজনৈতিক বিশ্লেষককে টকশোতে আমন্ত্রণ না জানাতে চ্যানেলগুলোর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এর আগেও কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকদের ওপর আক্রমণ হয়েছিল, বর্তমানেও সেটি অব্যাহত রয়েছে।”

চ্যানেলে মুক্ত মতামতের কারণে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ ব্যক্তিরা বিরাগ, বিরক্তি, অসন্তষ্টি এবং অশোভন আচরণ করছেন বলেও মন্তব্য করেন এবিএম মূসা।

সংবিধানে বাকস্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, “সাংবিধানিকভাবে সরকারের কর্তব্য হচ্ছে, জনগণের বাকস্বাধীনতাসহ বিভিন্ন মৌলিক অধিকার রক্ষা করা।  গণতন্ত্র ও মানবাধিকার, আইনের শাসন এবং নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে সরকারের সমালোচনার অধিকার সংবিধান আমাদের দিয়েছে।”

এ সময় সংবিধান বিষেশজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক সংবিধানে নাগরিকের যে বাকস্বাধীনতা রয়েছে, তার বিভিন্ন দিক তুলে ধরেন।

গোলটেবিল আলোচনায় আরো অংশ নেন  সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, নিউএজ-এর সম্পাদক নুরুল কবির, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী ও সিনিয়র সাংবাদিক মনির হায়দার প্রমুখ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া