adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষেতে বিষ প্রয়োগ, শতাধিক পাখির মৃত্যু

image_65972কুড়িগ্রাম: রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী চর লাঠিয়াল গ্রামে গমক্ষেতে বাীজের সঙ্গে বিষ প্রয়োগ করায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে গমের বীজের সঙ্গে বিষ মিশিয়ে জমিতে ছিটিয়ে দেন স্থানীয় কৃষক জালাল উদ্দিন। এরপর শনিবার সকালে এলাকাবাসী ওই গমক্ষেতে এবং বিকিরবিল ও খেয়ার চর এলাকায় শতশত বিভিন্ন প্রজাতির পাখি মরা অব্ষায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা স্থানীয় প্রাণিসম্পদ অফিসে খবর দেন।

তবে জমিতে বিষ প্রয়োগের অভিযোগ অস্বীকার কৃষক জালাল জানান, জমির গম রক্ষায় তিনি বীজে কোনো ধরনের বিষ মেশাননি। তবে বীজ ব্যবসায়ীরা জিপকট, সানমেরিন ও জিংক ফসফাইড মেশান বলে জানান তিনি।

বিষ প্রয়োগের বিষয় অস্বীকার করলে পাখি মরার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, বীজ বোনার সঙ্গে সঙ্গে পাখিগুলো এসে খাওয়ায় সেগুলো মারা যায়।

চর লাঠিয়াল গ্রামের গৃহবধু আরিফা বেগমের অভিযোগ, এ ঘটনায় তার ১০টি হাঁস মারা গেছে।

রাজিবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, প্রাণিহত্যা দণ্ডনীয় অপরাধ। তবে এ ব্যাপারে কৃষি কর্মকর্তাদের কাছে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া