adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সীমান্ত সিল করে দিয়েছে পশ্চিমবঙ্গ

image_66724_0ঢাকা: সাধারণ নির্বাচন ও জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় সকল সীমান্ত সিল করে দিয়েছে ভারত। বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনীল গোস্বামীর কাছ থেকে এ বিষয়ে তথ্য পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টেলিফোনে মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দোপাধ্যায়কে বাংলাদেশের সীমান্তবর্তী সমস্ত এলাকা সিল করার জন্য  নির্দেশ দেন।
জানা যায়, মঙ্গলবার রাতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির কর্মসূচি ঘোষণা হওয়ার পরে অশান্ত বাংলাদেশ থেকে দলে দলে মানুষ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছে বলে দিল্লিতে মমতার সঙ্গে দেখা করে অভিযোগ করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনীল গোস্বামী। এছাড়াও আসাম, ত্রিপুরা ও মেঘালয়েও বেআইনিভাবে বাংলাদেশিরা ঢুকছে বলে অভিযোগ করেন তিনি ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে এমনই তথ্য পেয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই  তিনি টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে  নির্দেশ দেন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী সমস্ত এলাকা সিল করার জন্য৷
পশ্চিমবঙ্গের পত্রিকা সংবাদ প্রতিদিন জানায়, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মালদহ, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এলাকার সীমান্তকে পুরোপুরি সিল করার পাশাপাশি সতর্ক থাকার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর তলব পেয়ে বুধবার দিল্লিতে যাচ্ছেন রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব৷ এছাড়া বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নজর রাখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও৷
পত্রিকাটি জানায়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন, তিন মাস ধরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয়েছে সাধারণ নির্বাচনকে ঘিরে৷ নির্বাচনকে ঘিরে দুই প্রধান রাজনৈতিক দলের কোন্দলে বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে৷ টানা অবরোধ ও হরতালের জেরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে৷ ভারত-বাংলাদেশ বাণিজ্যও ভেঙে পড়েছে৷ উল্টোদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে মানুষ রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে৷ তাই পরিস্থিতি ভয়াবহ দিকে এগোচ্ছে৷
পত্রিকাটি জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই রাজ্যের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সিল করে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন৷ সীমান্ত লাগোয়া সমস্ত থানাকে সতর্ক করা হয়েছে যাতে কোনওভাবেই বেআইনি অনুপ্রবেশ না হতে পারে৷ আর এর জন্য বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে চলেছে রাজ্য প্রশাসন৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া