adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস

image_66508_0 (1)ঢাকা: হরতাল-অবরোধ, রাজনৈতিক অস্থিরতার মাঝেই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা, মানুষের অধিকার, নৈতিকতা ও জবাবদিহিতা সৃষ্টির জন্য দেশজুড়ে পালিত হচ্ছে ৬৫তম বিশ্ব মানবাধিকার দিবস।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ মহিলা পরিষদ, হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন।

বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে মনে করে বাংলাদেশ মানবাধিকার কমিশন।

কমিশনের বিভাগীয় সমন্বয়কারী মতিয়ার রহমান বলেন, ‘হরতাল-অবরোধের কারণে প্রচণ্ডভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সকল রাজনৈতিক নেতাদের একই প্লাটফর্মে এসে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্তর্জাতিক মহলও এই সমস্যার দ্রুত সমাধান চায়।’

পৃথক একটি মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘গৃহে, পরিবারে, সমাজে, কর্মক্ষেত্রে, রাষ্ট্রে নারী দৈহিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছে। দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য সব ক্ষেত্রে নারী ও কন্যা শিশুর প্রতি সব ধরনের নির্যাতন প্রতিরোধ ও নির্মূল করতে হবে।’

হিউম্যান রাইটস ইন্টারন্যশনালের মানববন্ধনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশে এক গণতন্ত্রহীন পরিস্থিতি বিরাজ করছে। হরতাল-অবরোধ, রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে চরম পর্যায়ে। সরকার মানবাধিকারকে বিশ্বাস করে না। করলে জনগণের স্বার্থে ক্ষমতা ছেড়ে দিতো।’

তিনি আরো বলেন, ‘জনগণের অধিকার আদায়ের লড়াই শুরু হয়েছে, আর এ লড়াই কোনো দলের স্বার্থের জন্যে নয়।’বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদের (বামাসপ) মানববন্ধনে বক্তারা বলেন, ‘ক্ষমতার জন্য নয়, জনতার জন্য রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে হবে; তাহলেই মানবাধিকার রক্ষা হবে।’

বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে ‘মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ পুরানা পল্টন থেকে শাহবাগ হয়ে জাতীয় প্রেসক্লাব সামনে পর্যন্ত একটি র‌্যালি ও পথসভা করে।

এছাড়াও প্রেসক্লাবের সামনে মানবাধিকার দিবস উপলক্ষে ইউনাইটেড মুভমেন্ট হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস কনভেনশন সোসাইটি, এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশন, আমাদের আইন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম রিপোর্টাস সোসাইটি, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি, বাংলাতেশ জাতীয় মানবাধিকার সমিতি, এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানববন্ধন ও পথসভা করেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া