adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবারও জামায়াতের হরতাল

52519_hortalঢাকা: আগামীকাল মঙ্গলবারও হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

মানবতা বিরোধী অপরাধের মামলায় কাদের মোল্লার ফাঁসির রায় ও মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে দ্বিতীয় দফায় এ হরতাল আহ্বান করলো তারা।

সোমবার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন। একই কারণে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে দলটি।

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে, সংবিধান, সুপ্রীমকোর্ট রুলস এবং জেলকোডের বিধান অবজ্ঞা করে আব্দুল কাদের মোল্লাকে বিচারের নামে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আগামীকাল ১০ ডিসেম্বর মঙ্গলবারও সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করা হলো।

সোমবার জনগণ দেশব্যাপী স্বতঃস্ফূর্তভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য জনাব আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। গোটা মামলার বিচার প্রক্রিয়া সরকার নির্দেশিত ছকে পরিচালিত হয়েছে। ট্রাইব্যুনাল দেশে-বিদেশে ব্যাপকভাবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু সরকার তা অগ্রাহ্য করে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে প্রহসন চালিয়ে যাচ্ছে।’

কাদের মোল্লার বিচারের ক্ষেত্রে আইন অনুসরণ করা হয়নি উল্লেখ করে বিবৃততিতে বলা হয়, ‘জেলকোড অনুযায়ী যে আদালত মৃত্যুদণ্ড প্রদান করবেন, সেই আদালতকেই মৃত্যু পরোয়ানা স্বাক্ষর করে জেল কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। তাই সুপ্রিম কোর্ট কর্তৃক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির মৃত্যুপরোয়ানা সুপ্রীমকোর্টকেই পাঠাতে হবে। ট্রাইব্যুনাল থেকে জেলগেটে আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা পাঠানো সম্পূর্ণ বে-আইনী বলে আইনজীবীগণ মত দিয়েছেন। সুতরাং এক্ষেত্রেও আইনের অনুসরণ করা হয়নি।’

যেকোনো উপায়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আব্দুল কাদের মোল্লাকে হত্যা করার জন্য কাদের মোল্লার ফাঁসির রায় দেয়া হয়েছে উল্লেখ করে জামায়াতে ভারপ্রাপ্তের এ সেক্রেটারি বলেন, ‘সরকারের নিকট আইন, আদালত, সংবিধান কোন কিছুই গুরুত্বপূর্ণ নয়। সরকারের উদ্দেশ্য হলো যেকোন উপায়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা।’

তিনি আরো বলেন, ‘আমরা সরকারকে সুস্পষ্টভাবে বলতে চাই, সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ পিটিশন দায়ের করা জনাব আব্দুল কাদের মোল্লার সাংবিধানিক অধিকার। আইনজীবীরা রিভিউ পিটিশন সংক্রান্ত পরামর্শের জন্য আব্দুল কাদের মোল্লার সাক্ষাৎ চেয়ে জেলকর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। এ অবস্থায় জনাব আব্দুল কাদের মোল্লার রিভিউ পিটিশন দায়েরের অধিকার খর্ব করে, জেলকোডের বিধানের তোয়াক্কা না করে সরকার রাজনৈতিক অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাকে হত্যার ষড়যন্ত্র থেকে বিরত না থাকলে দেশের জনগণ যেকোন মূল্যে তা প্রতিহত করবে।’

এসময় শান্তিপূর্ণভাবে হরতাল পালনের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সুপরিকল্পিতভাবে জনাব আব্দুল কাদের মোল্লাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আমি আগামীকাল ১০ ডিসেম্বর, মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছি।’

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশ দিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের ঘোষিত ৭৯০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রোববার এ রায়ের কপি ট্রাইব্যুনালে হস্তান্তর করা হলে ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করেন। এ পরোয়ানা এর মধ্যেই কেন্দ্রীয় কারাগারেও পাঠানো হয়েছে।

এছাড়া, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় ৭২ ঘণ্টার চলমান অবরোধও ১৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া