adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তারেকের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার হচ্ছে

image_66384_0ঢাকা: অর্থ পাচারের অভিযোগে দায়ের হওয়া মামলা থেকে তারেক রহমানকে খালাসের আদেশের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ প্রত্যাহার করা হচ্ছে।

সোমবার এই গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য ঢাকা মহানগর জজ আদালত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদেশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিচারিক আদালতের পেশকার আরিফুল ইসলাম।

পরোয়ানা প্রত্যাহার প্রক্রিয়ার অংশ হিসাবে তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা ফেরতের একটি  আদেশ পররাষ্ট্র সচিব শহীদুল হকের কাছে পাঠানো হয়েছে।

একইসঙ্গে এর একটি অনুলিপি পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনারের মাধ্যমে বনানী ও গুলশান থানায়ও পাঠানো হয়েছে।

এই বিষয়ে তারেক রহমানের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।’

তিনি বলেন, ‘অভিযুক্ত কেউ খালাস পেলে তার বিরুদ্ধে পেন্ডিং পরোয়ানা রিকল বা প্রত্যাহার করতে হয়। বিচারক ছুটিতে থাকায় এতদিন সেটি প্রত্যাহার হতে পারেননি।’

গত ১৯ নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের দায় থেকে সংশ্লিষ্ট আদালতের বিচারক মোতাহার হোসেন তার দেয়া রায়ে খালেদা জিয়ার ছেলে তারেককে খালাস দেন।

ওই রায়ে বিচারক বলনে, ‘অপর অভযিুক্ত আসামি (২) মো. তারকে রহমান (পলাতক), পিতা- শহীদ রাষ্ট্রপতি মেজর জেনারেল (অব.) জিয়াউর রহমান, রহমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, হাউজ নং-১৬, রোড নং-১৯/এ, বনানী, ঢাকা। বাসস্থানের ঠিকানা- ৬ শহীদ মঈনুল রোড, ঢাকা ক্যান্টনমন্টে, ঢাকাকে ২০০২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ১৩ ধারায় মানি লন্ডারিংয়ের অপরাধের দায় হতে নির্দোষ সাব্যস্তে খালাস দেয়া হলো। এই আসামির বিরুদ্ধে ইতোঃর্পূবে জারিকৃত সকল পরোয়ানা রিকল করা হোক। অত্র রায়রে অনুলিপি অবগতি ও র্কাযকর ব্যবস্থা গ্রহণ করার জন্য ১। সিএমএম ঢাকা, ২। সচবি, র্দুনীতি দমন কমিশন, ঢাকা এবং আদেশের অনুলিপি ৩। সিনিয়র জেল সুপার কেন্দ্রীয় কারাগার, ঢাকা বরাবরে প্রেরণ করা হোক।’

এই রায়ের পর পরই ছুটিতে চলে যান বিচারক মোতাহার হোসেন।

অর্থপাচার মামলায় তারেক রহমানকে খালাস দিলেও একই মামলার আসামি গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওই একই আদেশে তাকে ৪০ কোটি টাকা অর্থদণ্ড এবং গত ৩১/০৭/২০০৭ ইং তারিখে বাংলাদেশ সরকারের অনুকূলে ৬২৯৫১২১ চেক মূলে বাংলাদেশ ব্যাংকে যে অর্থ জমা রয়েছে যাতে বাংলাদেশের মানুষের স্বার্থ থাকায় উক্ত সমূদয় অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা করার আদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, অর্থপাচারের এ মামলায় টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেয়ার অভিযোগ করা হয়েছিল। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলেও ওই মামলায় অভিযোগ করা হয়েছিল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া