adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবি উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে না দেয়ার ঘোষণা

image_66382জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো: আনোয়ার হোসেনকে আর ক্যাম্পাসে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। আন্দোলনকারীরা উপাচার্যের বাসায় তালাও ঝুলিয়ে দেন।  

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও  ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আফসার আহমদের কাছে ৬ দফা দাবিও পেশ করেছেন তারা।  

সোমবার সন্ধ্যা ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান এ বিষয়গুলো ঘোষণা করেন।

তাদের ৬ দফা দাবি হল- উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকে অপসারণ করা, উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করা, ৯ অক্টোবর শিক্ষকদের উপর হামলাকারী শিক্ষার্থীদের বিচার করা, ৪ ডিসেম্বর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারের বাসায় ককটেল নিক্ষেপ ও রামদা রাখার বিচার করা ও বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করা, নতুন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত জরুরী কাজ ব্যতীত নীতি নির্ধারণী কাজ বন্ধ রাখা ও সকল ধরণের নতুন নিয়োগ বন্ধ রাখা।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি ও সংগঠনটির প্রধান সমন্বয়ক অধ্যাপক অজিত কুমার মজুমদার, আহ্বায়ক অধ্যাপক মো: হানিফ আলী, সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান, গণিত ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল হোসেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন,অধ্যাপক শামসুল আলম ও আ.স.ম ফিরোজুল হাসানসহ অর্ধশত শিক্ষকের পাশাপাশি  কর্মকর্তা ও বকর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা ও  শিক্ষকদের উপর করা রিট প্রত্যাহারের দাবিতে গত মাসের ২১ তারিখ থেকে তালাবন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনটি। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান আন্দোলনকারীরা।

ভবনটি বন্ধ থাকার ফলে উচ্চ শিক্ষার সকল কার্যক্রম বন্ধ থাকার পাশাপাশি বন্ধ রয়েছে  স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সংশ্লিষ্ট কার্যক্রম। কার্যালয়ে বসতে পারছেন না দায়িত্বপ্রাপ্ত উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), কোষাধ্যক্ষ ও রেজিষ্টারসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন প্রধানমন্ত্রীর নির্দেশে ৪ ডিসেম্বর পুলিশি পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার সূত্রে জনা গেছে, উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ৫ তারিখ থেকে ৫ দিনের ছুটি নিয়ে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া