adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কালো রাজনীতি, কলঙ্কিত ক্রিকেট!

pevpxrg-pbpxgnvy20131209134358৪  মার্চ, ২০১১। মিরপুর স্টেডিয়াম, বিশ্বকাপের খেলা।  নিজেদের ইতিহাসে সর্বনি¤œ স্কোর ৫৮ রানে বাংলাদেশ গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের কাছে। আবেগী জাতি সেটা মেনে নিতে পারেনি। ক্ষোভের ঢিল গিয়ে পড়লো হোটেলমুখী ওয়েস্ট ইন্ডিজ দলের বাসে। সঙ্গে সঙ্গে টুইট করলেন ক্রিস গেইল, ‘‘এই দেশে আর এক মুহুর্ত¦ও নয়।”

সেদিন অনেকে ক্ষেপে গিয়েছিলো মার্সেনারি ক্রিকেটার হিসেবে পরিচতি গেইলের ওপর। আমাদের দেশের ক্রিকেটের নিরাপত্তা নিয়ে কথা বলে পুরো দেশের ক্রিকেটীয় আবেগকে অপমান করেছিলেন গেইল। 
কিন্তু আজ যা হলো, তার দায় কার? কে বা কারা করলেন ক্রিকেটের এত বড়ো অপমান! কাদের হীন স্বার্থের বলি হতে হলো ক্রিকেটকে। সিরিজ চলাকালীন অনূর্ধ্ব-১৯ দলের সফর বাতিল করলো আবারো সেই ওয়েস্ট ইন্ডিজই। পুরো বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ করা হলো এদেশের ক্রিকেটকে।

আগামী মার্চেই টি-টোয়েন্টি বিশ্ব আসর বসছে বাংলাদেশে। তার আগে আগে এমন একটা ঘোষণা নিঃসন্দেহে এদেশের ক্রিকেট প্রেমীদের ব্যাথিত করেছে। ক্ষুব্ধ কি করেনি? করেছে, তবে সে ক্ষোভের আগুন এদেশের পচা, হীন রাজনীতিবিদদের প্রতিই। তাদের হীন স্বার্থেরই বলি হতে হলো ক্রিকেটকে। কলঙ্কের যে অধ্যায় রচিত হলো, ক্ষমতার রাজনীতির কালো স্রোত সেটাকে গ্রাস করলো প্রবল উচ্ছ্বাসে।

একথা সত্য মানি, গত এক দশকে এদেশের তারুণ্য একমাত্র আন্তর্জাতিক অর্জন হিসেবে পেয়েছে ক্রিকেটকে। যখন হানাহানি, রানা প্লাজা ধ্বস, তাজরীনে আগুন- গার্মেন্টস শিল্পে অস্থিরতা, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্ব মিডিয়ায় শিরোনাম হয়েছে বাংলাদেশ, তখন সেই মিডিয়াতেই জ্বলজ্বল করে ভেসেছে বাংলাদেশের জয়ের খবর। বুকে হাত রেখে বলুন, ক্রিকেট ছাড়া কে কবে বাংলাদেশকে চিনেছে ইতিবাচক অধ্যায়ে?

ক্ষমতার রাজনীতি নিয়ে রোজ লাশ পড়ছে। অগ্নিদগ্ধ হচ্ছে মানবতা। তবে মৃত্যুর ফরম্যাটে কিছুটা পরিবর্তন এসেছে। আগে পিটিয়ে, বা গুলি করে মারা হতো। এখন মানুষ মরার আগে ২/৩দিন বার্ন ইউনিটে থাকার সুযোগ পান। ক্রিকেটের গায়েও আজ আগুন দেয়া হলো। বার্ন ইউনিটে ঠেলে দেয়া হলো। তবে তার আগেই সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসার ব্যাবস্থা করতে হবে। না হয়, আরেকটা পাকিস্তান হয়েতো আমাদের জন্য অপেক্ষায়।
স্পষ্ট করে বলতে পারি, যে ছেলেটি ককটেল মেরেছে হোটেল আগ্রাবাদের সামনে, চট্টগ্রামে যখন খেলা হয়, তখন সেও নিশ্চয় দাঁড়ায় টিকিটের লাইনে। বাংলাদেশ যখন এশিয়া কাপের ফাইনালে ২ রানের জন্য হেরে যায়, তখন ১৬ কোটি বাঙ্গালীর মতো তার চোখেও নিশ্চয় জল এসেছিলো। এদেশের পতাকা বুকে বেঁধে সেও হয়তো গ্যালারিতে চিৎকার করে ‘‘সাকিব- সাকিব” বলে।  যে হীন রাজনীতি তার হাতে বোমা তুলে দেয়, আর সে বোমা সে ছুঁড়ে মারে সফররত ক্রিকেট দলের হোটেলের সামনে, সে রাজনীতিকে শুধু ধিক্ ছাড়া বলার মতো কিছু কি আছে!

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া