adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপিকে ছাড়া নির্বাচন নয়

image_66064ঢাকা: জাতিংসঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপিকে নির্বাচনের আনার বিষয়ে জোর দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার সকাল ৯টা ৩২ মিনিটের দিকে সাদা রঙের একটি গাড়িতে করে এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে পৌঁছান তারানকো।

বৈঠক শেষে সাড়ে ১০টার দিকে তিনি বেরিয়ে যান।     

এ সময় বৈঠকের বিষয়ে সাংবাদিকরা তারানকোর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কথা বলেননি।

বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান, বৈঠকে তারানকো এরশাদের কাছে জানতে চান সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখন কী করা উচিৎ? সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিএনপিকে নির্বাচনের আনার বিষয়টির ওপর জোর দিয়েছেন এরশাদ।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা প্রতিনিধি দলকে জানিয়েছি, এখন নির্বাচনের পরিবেশ নেই। তাই জাতীয় পার্টি নির্বাচনে যাচ্ছে না। এ অবস্থায় নির্বাচন করলে দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। সবদলের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিতে হবে। কারো একক সিদ্ধান্তে নয়।’

তিনি আরও বলেন, ‘তারানকো আমাদের কাছে জানতে চেয়েছেন কোন পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিৎ? তখন আমরা তাকে জানিয়েছি, সব দলের সঙ্গে আলোচনা করেই নতুন পথ খুঁজে বের করতে হবে।’

হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টির এমন অনেক নেতাকর্মী রয়েছেন যারা মনোনয়ন পেলে দেশ ও জাতির মঙ্গল সাধিত হবে- এমন কথা উল্লেখ করে এরশাদ তারানকোকে জানান, এসব নেতা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। তাই দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান এরশাদ।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুহুল আমিন হাওলাদার পদত্যাগপত্রের ফাইল দেখিয়ে বলেন, ‘আমরা এখন পদত্যাগ করতে যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবো।’

তবে কয়জন মন্ত্রী পদত্যাগ করবেন সে বিষয়ে তিনি কিছুই বলেননি।

পরে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বলেন, ‘সব দল নির্বাচনে অংশ নিলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি। পার্টির চেয়ারম্যান বারবার বলে আসছেন সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। তবে পরিবেশ পরিস্থিতি তৈরি হলে আমরা নির্বাচনে যাবো।’

বৈঠকে পার্টির চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন মহাসচিব রুহুল আমিন হওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া