adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা সেন্ট্রাল জেলে

কাদেরঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা পৌঁছেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। রোববার বিকেল সাড়ে চারটায় লাল কাপড়ে মোড়ানো এ পরোয়ানাটি হাতে পাওয়ার কথা জানিয়েছেন জেল সুপার ফরমান আলী। এর আগে আব্দুল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আন্তর্জাতিক রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী এই মৃত্যু পরোয়ানা নিয়ে কারাগারে যান। ফরমান আলী বাংলানিউজকে বলেন, পরোয়ানা হাতে পাওয়ার পর তার‍া এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজি প্রিজনের পক্ষ থেকে নির্দেশনা পেলেই তিনি এ নির্দেশ কার্যকর করার লক্ষ্যে বিধি মোতাবেক উদ্যোগ নেবেন। এদিকে একই পরোয়ানার অনুলিপি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও। এগুলোও নিয়ে যান অরুণাভ চক্রবর্তী। কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের ভিত্তিতে রোববার দুপুরে এ পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম। পরে বিচারপতিরা মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দফতরে পাঠিয়ে দেন। রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ স্বাক্ষর করার পর সেটি নিয়ে রওনা হন ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী। কারাগার ছাড়াও এর অনুলিপি তিনি পৌঁছে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে।

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কাদের মোল্লার সাক্ষাত চেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার বরাবর আবেদন করেছেন কাদের মোল্লার ‍প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ পাঁচ আইনজীবী। অন্যান্যরা হলেন- অ্যাডভোকেট তাজুল ইসলাম, খন্দকার মাহাবুব, শিশির মোহাম্মদ মনির।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া