adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সব দলের অংশগ্রহণ চায় জাতিসংঘ, আ.লীগও আশাবাদী

image_65944_0ঢাকা: সঙ্কট নিয়ে জাতিসংঘ প্রতিনিধি তারানকোর সঙ্গে আরো কয়েক দফা আলোচনা হবে। এরপরই সবকিছু পরিষ্কারভাবে বলা সম্ভব হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল  ইসলাম। এছাড়া সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় জাতিসংঘ। আর এ ব্যাপারে আওয়ামী লীগও আশাবাদী বলে জানিয়েছেন সৈয়দ আশরাফ।
শনিবার দুপুরে হোটেল সোনারওগাঁয়ে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সৈয়দ আশরাফ বলেন, ‘তারানকোর সঙ্গে আরো কয়েক দফা আলোচনা হবে। এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গেও রাতে তার আলোচনা হবে। এরপর সবকিছু পরিষ্কারভাবে আমরা বলতে পারবো। সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। এটা আমাদের প্রাথমিক আলোচনা।’
তিনি বলেন, ‘গত নির্বাচনের আগে জাতিসংঘ উদ্যোগ নিয়েছিল। সেসময় বান কি মুন নিজে এসেছিলেন। এ কারণেই তখন নির্বাচন সুষ্ঠু ও সফল হয়েছিল। এবারো তারানকোসহ জাতিসংঘ প্রতিনিধি দল উদ্যোগী হয়ে এসেছে। আলোচনা হবে। আশো করি, আলোচনা ফলপ্রসূ হবে।’
নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার ব্যাপারে কোনো আলোচনা হয়ে কি না জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘এ নিয়ে আলোচনা চলছে। আশা, করি সফল হবো।’
তিনি আরো বলেন, ‘যেহেতু জাতিসংঘের সহকারী সেক্রেটারি নিজে উদ্যোগী হয়ে এ আলোচনা শুরু করেছেন সে কারণে আমরা আন্তরিকভাবে আশাবাদী। ওয়ান ইলেভেনের সময় বান কি মুনের সঙ্গে আমাদের যে রুমটাতে বৈঠক হয়েছিল, সেই রুমে আজকেও আলোচনা হয়েছে। সে সময় আলোচনা সফল হয়েছিল, আমরা এবারও আশাবাদী। আমাদের একটু সময় দিতে হবে। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে।’
তিনি বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আশাবাদী।’
জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠকে আরো উপস্থিত ছিলেন- দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ,  ড. গওহর রিজভী, কর্নেল ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুক্তরাষ্ট্রে বাংলাদেশর সাবেক রাষ্ট্রদূত শাহেদ রেজা।উল্লেখ্য, বৈঠক শুরুর আগে তারানকোর সঙ্গে দেখা করে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।এর আগে সকাল ১০টায় মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারানকো। এর পর তিনি বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলীর সঙ্গে। তবে পররাষ্ট্র সচিব ও মন্ত্রীর বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।সন্ধ্যা সাড়ে ৭টায় বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠক করবেন তারানকো।গতকাল শুক্রবার রাতে তারানকোর নেতৃত্বে জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছে।নির্বাচনকালীন সরকার ইস্যু নিয়ে দেশের প্রধান দু'দলের অনড় অবস্থান ও বর্তমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে জাতিসংঘের রাজনীতি বিষয়ক এই সহকারী মহাসচিবের সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।অস্কার ফার্নান্দেজ তারানকো এবারের সফরে চারদিন ঢাকায় অবস্থান করবেন। এ সময়টাতে তিনি প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।এর আগে চলতি বছরের মে এবং গত বছরের ডিসেম্বরেও ঢাকা সফর করেন তারানকো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া