adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনো কাটেনি জাবির অচলাবস্থা

image_58279_0জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগ না করায় ‘শিক্ষক- শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা এখনো তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন্।

ঐক্য ফোরামের আন্দোলন অব্যাহত থাকায় টানা ১৭ দিন ধরে প্রশাসনিক ভবন অবরুদ্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। মার্স্টাস, এমফিল, পিএইচডির ভর্তিতে বাধার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। এর কারণে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, বৃহস্পতিবার আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে সরকারের উচ্চ মহলের নির্দেশনায় পুলিশ পাহারায় ক্যাম্পাস অধ্যাপক আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় ছাড়লেও পদত্যাগের ঘোষণা না দেয়ায় আন্দোলনরত ঐক্য ফোরাম তাদের আন্দোলন অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান বলেন, “ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন যতক্ষণ পর্যন্ত পদত্যাগের ঘোষণা না দেন ঠিক ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক ভবন অবরুদ্ধ থাকবে।” এছাড়া ভিসি প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি রয়েছে আমাদের।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য সূত্রে জানা গেছে, অধ্যাপক আনেয়ার হোসেন আবার ক্যাম্পাসে আসার চেষ্টা করছে। এজন্য তিনি সরকারের উচ্চ মহলে যোগাযোগ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে ঐক্য ফোরমের প্রধান সমন্বয়ক অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, “অধ্যাপক আনোয়ারের পদত্যাগই বিশ্ববিদ্যালয় সচল করার একমাত্র পথ। তিনি যদি আবার ক্যাম্পাসে  ফিরে আসে, তবে বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়বে।”

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক  কয়েকজন সাধারণ শিক্ষার্থী বলেছেন, “যদি ভিসি স্যার আবার ক্যাম্পাসে আসে তাহলে ক্যাম্পাসের পরিবেশ আবার অস্থিতিশীল হয়ে পড়বে। আমরা বিশ্ববিদ্যালয়ে স্থীতিশীল পরিবেশ চাই।”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া