adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ম্যান্ডেলার প্রয়াণে শোকাহত হলিউড-বলিউড

Znaqryn-ot1120131206224854বর্ণবাদবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা নেলসন ম্যান্ডেলা দেশ-সমাজ পেরিয়ে অবস্থান করছেন সারাবিশ্বের মানুষের হৃদয়ে-মননে। বিশ্বের শোবিজ অঙ্গনও শোকাহত এই কিংবদন্তির মৃত্যুতে। হলিউড-বলিউড তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটারে জানিয়েছেন তাদের শোকবার্তা।

‘স্বর্গে একটা পার্টি আছে। দেবদূতরা উদযাপন করবেন। অতিথি একজনই আসবেন- নেলসন ম্যান্ডেলা।’ এমন মন্তব্য করেছেন পপ তারকা ও অভিনেতা রিকি মার্টিন। পপ সম্রাজ্ঞী রিহান্না’র মন্তব্য, ‘একজন সবচেয়ে সেরা মানুষ। যিনি বেঁচে থাকবেন আজীবন। এই কিংবদন্তিকে আমরা ভুলব না…’।‘শান্তিতে ঘুমাচ্ছেন নেলসন ম্যান্ডেলা। এক অবিশ্বাস্য জীবনের ছাপ রেখে গেলেন।’ বললেন হলিউড অভিনেতা নেইল প্যাট্রিক হ্যারিস।

নেলসন ম্যান্ডেলার পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে হলিউডি চলচ্চিত্রের প্রযোজক এবং অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন বলেন, ‘নেলসন ম্যান্ডেলার চেয়ে ভালো মানুষ আমি আর কাউকে দেখিনি। এমন মানুষ আসলেই খুঁজে পাওয়া দুস্কর।’‘নেলসন ম্যান্ডেলা স্বাধীনতার মূল্যবোধকে জাগিয়ে তুলেছেন’ বলে তাকে ধন্যবাদ জানিয়েছেন হলিউডের ফিল্ম নির্মাতা মাইকেল মুর। বললেন, ‘এভাবে স্বাধীনতার অনুপ্রেরণা আর কেউ দিতে পারবে না।’নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা রেখে হলিউডি ছবির প্রযোজক ও অভিনেতা ক্যাথরিন হেইগ বলেছেন, ‘নেলসন ম্যান্ডেলার মৃত্যুর খবর শুনে গভীর বেদনা প্রকাশ করছি। স্বাধীনতা, গণতন্ত্র আর সমতা মূল্যবোধের সব মানুষের জন্য তিনি অনুপ্রেরণা।’অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান বলেন, ‘নেলসন ম্যান্ডেলা… যত মঙ্গল, মর্যাদা আর অনুপ্রেরণার সংজ্ঞা আছে তার জন্য প্রযোজ্য। তার আলো আজীবন উজ্জ্বল হয়ে থাকবে। শান্তিতে থাকুন এই কামনা।’বিয়ন্স নোয়েলস বলেন, ‘মানব জাতির জীবন উন্নয়নে নিজের সবকিছু উৎসর্গ করে দেওয়ার জন্য ম্যান্ডেলা আপনাকে অভিবাদন। স্রষ্টার আশীর্বাদে আপনি ভালো থাকুন।’আরেক পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স বলেন, ‘মানবতার সত্য প্রেরণা ছিলেন নেলসন ম্যান্ডেলা। সত্যিই তিনি মিস করার মত একজন।’ম্যান্ডেলার মৃত্যুতে শোকাহত মুম্বাইয়ের বলিউড পাড়াও।বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন বলেন, ‘নেলসন ম্যান্ডেলা একজন বড় মানুষ। সদিচ্ছা, বিশ্বাস, একনিষ্ঠতার মৃত্যু। শিখিয়ে গেলেন লড়াই করতে। তার সঙ্গে দুইবার দেখা করার সুযোগ আছে। মনুষ্যত্ব তার সবচেয়ে বড় সম্পদ।’অভিনেতা অক্ষয় কুমার বলেন, ‘বুদ্ধি ও সুন্দর হৃদয়ের অসাধারণ মেলবন্ধন। নেলসন ম্যান্ডেলার চেয়ে বড় উদাহরণ হতে পারে না।’‘লক্ষ মানুষের জীবন ছুঁয়ে গেছেন ম্যান্ডেলা। তার মনুষ্যত্ব, ভালোবাসার ক্ষমতা, সহনশীলতা…চিরকাল বেঁচে থাকবে। তিনি বেঁচে থাকবেন সবার হৃদয়ে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন অভিনেত্রী দিয়া মির্জা।নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান জানিয়ে শাবানা আজমী বলেন, ‘তার জন্য সম্মান আর ভালোবাসা ছড়িয়ে আছে চারদিকে। সব সময়ের সব কিছুতে আছেন তিনি…তিনি হারাবেন না।’

অভিনেতা কবির বেদি বলেন, ‘নেলসন ম্যান্ডেলা মারা গেলেও তিনি অমর। সহিংসতা থেকে প্রেসিডেন্ট ও স্টেটম্যান থেকে অহিংসা। তিনি হলেন বন্দীর মহাকাব্য যাত্রা।’

আর অনুপম খেরের মন্তব্য, ‘প্রত্যাশা, সাহস, সংগ্রাম, শান্তি, সমবেদনা…ম্যান্ডেলার সঙ্গে। এইসব অনুভূতিরও মৃত্যু হলো আজ।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া