adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৃষ্টিপ্রতিবন্ধীদের পথ দেখাবে ‘ডিজিটাল ওয়াচার’

image_58176_0ঢাকা: দৃষ্টি প্রতিবন্ধিদের জন্য ইলেক্ট্রনিক ডিভাইস ‘ডিজিটাল ওয়াচার’ (ওডিভিআইপি-অবস্ট্যাকল ডিটেক্টর ফর ভিজ্যুয়ালি ইনপেয়ার) উদ্ভাবন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র।

কম্পমান এ ডিভাইসটি দেখতে ঘড়ির মতো। এটি হাতে দিয়ে  স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারবেন দৃষ্টি প্রতিবন্ধীরা। ফলে সাদা ছড়ি ব্যবহার করতে হবে না।মাত্র তিন দিনের গবেষণা ডিভাইসটি উদ্ভাবন করেন শাবিপ্রবি’র পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সৈয়দ রেজওয়ানুল হক নাবিল। আর এ কাজে তাকে সহায়তা করেছে তার ছাত্র চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবি কর্মকার।৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে ডিভাইসটিকে স্বীকৃতি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ডিভাইসটি উদ্ভাবনে সৈয়দ নাবিলকে পরামর্শ দিয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।এটি নাবিলের তৃতীয় দলীয় উদ্ভাবন। এর আগে তিনি শিপ ট্রাকার ও ইন্টিলিজেন্ট লেজার কন্ট্রোলার উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছেন।সৈয়দ রেজওয়ানুল হক নাবিল জানান, দৃষ্টি প্রতিবন্ধীদের পাঠ সহায়তার জন্য আরো একটি ডিভাইস তৈরির চেষ্টা করছে। ডিজিটাল ব্রেইল রিডার নামের এ ডিভাইসটি  পিডিএফ ফাইলকে ব্রেইল এ কনভার্ট করবে। ফলে তখন ডিভাইসটির ওপর আঙুলের স্পর্শ করে পিডিএফ ফরম্যাটের যে কোনো ডকুমেন্ট পড়তে পারবেন দৃষ্টি প্রতিবন্ধীরা।সদ্য উদ্ভাবিত প্রতিবন্ধক সনাক্তকরণ ইলেক্ট্রনিক ডিভাইস ‘ওডিভিআইপি’ সম্পর্কে জানতে চাইলে নাবিল জানান, ঘড়ির মতো ডিভাইসটি হাতে দিয়ে পথ চললে ৭৫ সেন্টিমিটার দূরত্বের যে কোন বস্তু সম্পর্কে জানতে পারবেন দৃষ্টি প্রতিবন্ধিরা। ভাইব্রেশনের মাধ্যমে সামনের বস্তু সম্পর্কে ব্যবহারকারীকে আগাম সতর্ক করবে। বস্তুটি যত কাছে আসবে কম্পনের মাত্রা ততই তীব্র হবে।নাবিল বললেন,“ডিভাইসটির টিউন বাটন ব্যবহার করে এক সে.মি থেকে তিন মিটার পর্যন্ত যন্ত্রটিকে প্রয়োজন অনুসারে টিউনিং করা যাবে। ‘কম্পন মোড’ এবং ‘সাউন্ড মোড’ দুইটার কোন একটি অপশন অথবা উভয় সুবিধাই সুইচের মাধ্যমেই নির্ধারণ করা যাবে।”‘সেলফোনের চার্জার ছাড়াও সোলার কিংবা ওয়্যারলেস পদ্ধতিতেও ডিভাইসটি চার্জ করা যায়। আর এক চার্জে এটি সচল থাকে টানা পাঁচ দিন। সর্বোচ্চ ১৫০ গ্রাম ওজনের এই ডিভাইসটি বাজারজাত করা যাবে মাত্র এক হাজার ৭০০ টাকায় –এমনটাই জানালেন রবিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া