adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অগ্নিগর্ভ বাংলাদেশ, টি-২০ বিশ্বকাপ অনিশ্চিত: আনন্দবাজার পত্রিকা

image_58196_0 (1)কলকাতা: নির্বাচন ঘিরে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি অব্যাহত৷ তার প্রেক্ষিতে সেদেশে এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ সেই জটিলতার মধ্যে ক্রমশ বাড়ছে ইডেনের ম্যাচ পাওয়ার সম্ভাবনা৷ অনেকগুলি ম্যাচই পেতে পারে কলকাতা৷
শুক্রবার ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন সংস্করণে এই খবর দিয়েছে।
আনন্দবাজার লিখেছে, “৫ জানুয়ারি নির্বাচন৷ তার আগে বারবার ফিরে আসছে ছবিটা৷ বাড়ছে আশঙ্কা-অনিশ্চয়তা৷ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি প্রশ্ন তুলে দিয়েছে সেদেশের ক্রিকেট টুর্নামেন্ট নিয়েও৷ ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশে৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা মার্চে৷ কিন্তু, দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে দু’টি টুর্নামেন্টের আয়োজন নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ দেশের যেকোনও একটি নিরাপদ শহরে এশিয়া কাপের সবকটি ম্যাচের আয়োজন করা সম্ভব৷ টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষেত্রে যা অসম্ভব৷ এই জটিলতার মধ্যে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা যত ক্ষীণ হচ্ছে, ততই উজ্জ্বল কলকাতায় ম্যাচ আসার সম্ভাবনা৷ বাংলাদেশ সবকটি ম্যাচ আয়োজন করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ইডেনে করতে পুরোপুরি প্রস্তুত সিএবি৷ এমনকী, টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব পুরোপুরি ভারতের হাতে এলেও ম্যাচ পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবে ক্রিকেটের নন্দনকানন৷ সেক্ষেত্রেও বেশ কয়েকটি ম্যাচ আসতে পারে কলকাতায়৷”
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়,  “জানুয়ারিতে নির্বাচন৷ আবার, জানুয়ারি মাসেই বাংলাদেশ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা৷ বাংলাদেশের কাছে এটি কার্যত অ্যাসিড টেস্ট৷ কেননা, এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য অনেকটাই নির্ভর করছে শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজের উপরই৷”

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া