adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

9gu-PPZN-nverq-6-Qrp.,-vzntr-(9)-OT20131205170509আলো ঝলমলে সাজে কাতারের দোহাতে অবস্থিত আল আহলী স্টেডিয়াম। আলোক উজ্জ্বল মঞ্চে বাংলাদেশের খ্যাতিমান শতশিল্পীর কণ্ঠে যখন ভেসে এলো ‘ধন ধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা…’ গানটি, ঠিক তখনই পঞ্চাশ সহস্রাধিক বাঙালি দর্শকের সেকি উলাস-আনন্দ

সেই হাসি বাংলার পথ, প্রান্তর, দেশ, মহাদেশ ছাপিয়ে বিশ্ব বাঙালির মাঝেই যেন ছড়িয়ে পড়ছে। সে হাসি, গর্বিত এক বাংলাদেশের জন্য। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ৯ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিলো ‘মানুষের জন্য গান’। ৯ম সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানকে ঘিরে ১৫ নভেম্বর সন্ধ্যায় কাতারের এ স্টেডিয়ামে বসেছিলো বাংলাদেশী ৫০ হাজার দর্শক আর দুই শতাধিক শিল্পীর মিলনমেলা।

অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় অংশ নেন নায়ক রাজ রাজ্জাক, ববিতা, ওমর সানী, মৌসুমী, মিশা সওদাগর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, মমতাজ, নকুল কুমার বিশ্বাস, ফেরদৌস, তিশা, ঈশিতা, জেমস ও আইয়ুব বাচ্চুসহ আরো অনেকে।

এই অনুষ্ঠানেই প্রদান করা হয় সঙ্গীতে মোট ১৮টি ক্যাটাগরিতে ক্রিটিক ও পপুলার চয়েস-এ ‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড’। 

বরেণ্য সঙ্গীতজ্ঞ সৈয়দ আবদুল হাদীকে দেওয়া হয় ‘৯ম সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ এর লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড। 

এ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি ছিলো বাংলাদেশের নবীন-প্রবীণ খ্যাতিমান শিল্পীদের মনমাতানো নানা পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি শুক্রবার বেলা ২ টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া