adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নৌপথে ঢাকায় কন্টেইনার পরিবহণ

image_65546_0চট্টগ্রাম: ১৮ দলের টানা অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরে আটকেপড়া পণ্যবাহী কন্টেনার নদীপথে পরিবহণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ নৌপথে কন্টেনার পরিবহণ করা হবে।

বুধবার রাতে ঢাকা থেকে উড়ে এসে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এক জরুরি বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান এমপি এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় মন্ত্রী চট্টগ্রাম চেম্বার সভাপতির দাবির পরিপ্রেক্ষিতে এ কয়দিনের হরতাল-অবরোধে আটকেপড়া কন্টেনারের পোর্টডেমারেজ মওকুফ করারও ঘোষণা দেন।

বুধবার রাতে বন্দর ভবনের বোর্ড রুমে আয়োজিত এ মতবিনিময় সভায় বন্দর-কাস্টমস, চিটাগাং চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিকডা, শিপিং এজেন্ট, সিএন্ডএফ এজেন্টসহ ব্যবসা সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বাংলামেইলকে জানান, হরতাল-অবরোধে সড়কপথে কন্টেনার পরিবহণ সম্ভব হচ্ছে না বলে এ উদ্যোগ নেয়া হয়। বৈঠকে সাত সদস্যের একটি মনিটরিং সেল গঠন করা হয়। এতে চট্টগ্রাম বন্দরের ২ জন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ফ্রেইট ফরোয়ার্ড, চিটাগাং চেম্বার ও বিকডা’র একজন করে প্রতিনিধি রয়েছেন। তারা বৃহস্পতিবার থেকে কাজ শুরু করবেন।

বন্দর সচিব আরো জানান, ‘বৈঠকে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন হরতাল অবরোধে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সড়কপথে কন্টেনার পরিবহণ সম্ভব হচ্ছে না। এ সঙ্কট নিরসনে অভ্যন্তরীণ নৌপথে কন্টেনার পরিবহণের পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে কেরানীগঞ্জের পানগাঁও অভ্যন্তরীণ নৌপথে কন্টেনার পরিবহণ শুরু হবে।’

এক্ষেত্রে কন্টেনার পরিবহণে আগ্রহী ব্যবসায়ীদের বন্দরের টার্মিনাল ম্যানেজারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।  

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, কাস্টমস কর্তৃপক্ষের প্রতিনিধি ছাড়াও বিজিএমইএর ভারপ্রাপ্ত প্রথম সহ-সভাপতি আবদুল ওয়াহাব, প্রাক্তন প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চিটাগাং চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন, সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, লিয়াকহ আলী হাওলাদার, বিকডার নূরুল কাইয়ুমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পানগাঁও টার্মিনাল উদ্বোধন করলেও প্রক্রিয়াগত এবং ডকুমেন্টেশনের জটিলতার কারণে পণ্যবাহী কন্টেনার পরিবহণ সম্ভব হয়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া