adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এরশাদের বাসার সামনে যমুনার বাবুলকে আটকের চেষ্টা

ot20131205222339ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবনের সামনে থেকে ব্যবসায়ী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলকে আটকের চেষ্টা করেছে আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় এরশাদের বারিধারার বাসভবন ‘প্রেসিডেন্ট পার্ক’-এর সামনে আটকের চেষ্টা করে।

বাবুলকে আটক করে গাড়িতে তোলার চেষ্টা করা হলেও উপস্থিত জাতীয় পার্টির কর্মীরা টেনে-হিঁচড়ে এরশাদের বাসার ভেতর নিয়ে যান।

বাবুল বৃহস্পতিবার দুপুরের পর এরশাদের বাসায় যান। তার স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম নির্বাচনকালীন মন্ত্রীসভার সদস্য। 

এদিকে, বিকেলে জাতীয় পার্টির মন্ত্রীরা এরশাদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এ ঘোষণা দিয়ে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের প্রেস ব্রিফিং করার পর পরই বাবুল ‘প্রেসিডেন্ট পার্ক’-এর বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় উপস্থিত আইন-প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাবুলকে জাপটে ধরে গাড়িতে তোলার চেষ্টা করেন। পরে জাতীয় পার্টির উপস্থিত কর্মীরা বাবুলকে টেনেহিঁচড়ে আগলে বাসার ভেতর নিয়ে যান।

পরে জাপা চেয়ারম্যান এরশাদসহ নেতারা সরকারের ওপর মহলে যোগাযোগ করলে জানানো হয়, নুরুল ইসলাম বাবুলকে আটক বা গ্রেফতারের করার কোনো সিদ্ধান্ত নেই। এমনটি হওয়ার কথা নয়। 

এরপর বাবুল এরশাদের বাসভবনেই অবস্থান করছিলেন। 

অপরদিকে, সরকারের পক্ষে খবর রয়েছে, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নুরুল ইসলাম বাবুল এরশাদকে প্রভাবিত করেছেন এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে এরশাদ বাবুলের বাসভবনেই ছিলেন। 

তবে এরশাদ ও বাবুল এ খবরকে ‘অসত্য’ বলে উড়িয়ে দিয়েছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া