adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধে দিশেহারা কৃষক

image_65563_0গৌরীপুর (ময়মনসিংহ): চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও ১৮ দলের লাগাতার অবরোধে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। টানা হরতাল-অবরোধে গত ১ সপ্তাহের ব্যবধানে ধানের বাজারে প্রতিমণে ১০০ থেকে ৬০ টাকা করে কমে যাওয়ায় মুছে যাচ্ছে কৃষকের মুখের রঙিন হাসি।


বৃহস্পতিবার গৌরীপুর উপজেলার হাটে গিয়ে কয়েকজন কৃষকের সঙ্গে কথা হয়। শালীহর গ্রামের কৃষক লিটন মিয়াসহ একাধিক কৃষক তাদের ক্ষোভের কথা বাংলামেইলকে জানান, ১ সপ্তাহের ব্যাবধানে বিভিন্ন জাতের ধানের বাজার প্রতিমণে ১০০ থেকে ৬০ টাকার মতো কমে গেছে। আগে পায়জাম ধান প্রতিমণ ৯২০ টাকা করে বিক্রি করেছেন কিন্তু গত কয়েক দিনে বাজার কমে যাওয়ায় এখন প্রতিমণ ৮০০ থেকে ৮২০ টাকা করে আড়তদাররা ক্রয় করছে।


এছাড়া ৪৯ জাতের ধান প্রতিমণ আগে ছিলো ৮০০ এখন ৭৪০ টাকা। বিনা-সেভেন ধান প্রতিমণ আগে ছিলো ৭৮০  টাকা এখন ৭২০। এছাড়াও মোটা জাতের ধান প্রতিমণ আগে ছিলো ৭০০ টাকা এখন ৬৪০ টাকা।


গৌরীপুর উপজেলা ধান ও পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল বাংলামেইলকে জানান, হরতাল-অবরোধের কারণে ধানের বাজানে একটা মন্দাভাব দেখা দিয়েছে। তাছাড়া মিল মালিকরা ব্যবাসায়ীদের কাছ থেকে ধান ক্রয় না করায় বাজার কিছুটা নিম্নমুখী হয়েছে।


উপজেলা কৃষি অফিসার শাহজাহান সিরাজ বাংলামেইলকে জানান, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৬৪৫ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৫০ হাজার মেট্রিক টন চাল উৎপাদনের আশা করেছিলাম কিন্তু ফলন ভালো হওয়ায় চালের উৎপাদন ৫৬ হাজার মেট্রিক টন এর বেশি হবে।


বাংলাদেশ রাইস মিল অর্নাস এসোশিয়েশন গৌরীপুর শাখার সভাপতি, ইকবাল হোসেন জুয়েল বাংলামেইলকে জানান, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আমরা প্রতিদিন ২০০টন চেউল বাইরে রপ্তানি করে থাকি। কিন্তু হরতাল ও অবরোধের কারণে গত ১ সপ্তাহের অধিক সময় ধরে আমরা এক ট্রাক চাউল বাইরে রপ্তানি করতে পারিনি। ফলে আমাদের ব্যবাসায়ীদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই চাউলের মজুদ রেখে আমরা ধান ব্যবাসায়ীদের কাছ থেকে ধান ক্রয় করতে পারছিনা।


 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া