adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাজধানীতে শব্দ দূষণ অসহনীয় মাত্রায়

image_57699_0ঢাকা: গত নভেম্বর মাসের ২০ দিনই কেটে গেছে অবরোধ, হরতাল এবং সাপ্তাহিক ছুটিতে। এই সময় রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল অপেক্ষাকৃত কম। মানুষের চলাফেরাও কমে গিয়েছিল। তারপরও রাজধানীতে শব্দ ছিল সহনীয় মাত্রার চেয়ে দেড় থেকে দুই গুণ বেশি।

পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) জরিপে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার পবা নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জরিপের তথ্য প্রকাশ করে।

সংবাদ সম্মেলনে পবার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সোবহান বলেন, মানুষের অসচেতনতা ও দায়িত্ববোধের অভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

পবা নভেম্বর মাসে ঢাকার ৮৯টি এলাকার শব্দের মাত্রা পরিমাপ করে। নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এলাকা—এই পাঁচ ধরনের এলাকায় জরিপ করেছে পবা। তাতে দেখা গেছে, নীরব এলাকায় (হাসপাতাল, শিক্ষাকেন্দ্র, সরকারি বিশেষ কার্যালয়) শব্দের মাত্রা ৭৫ থেকে ৯৭ ডেসিবল। এ ধরনের এলাকায় সহনীয় মাত্রা ৫০ ডেসিবল। ঢাকা শিশু হাসপাতালে দিনে শব্দের গড় মাত্রা ছিল ৯৭ ডেসিবল, শেরেবাংলা নগরের জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে এর মাত্রা ছিল ৮৭ ডেসিবল।

বাণিজ্যিক এলাকায় সহনীয় মাত্রা দিনে ৭০ ডেসিবল।

তবে পবার জরিপে রাজধানীর বিজয় সরণিতে মাত্রা ১০৭ ডেসিবল পাওয়া গেছে। জরিপে আবাসিক, মিশ্র ও শিল্প এলাকার প্রতিটিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি শব্দ পাওয়া গেছে। পবা গত এপ্রিল মাসেও রাজধানীর শব্দদূষণ নিয়ে জরিপ চালিয়েছিল। সে সময় বাণিজ্যিক এলাকায় ৯১ থেকে ১০৮ ডেসিবল শব্দমাত্রা ছিল। এসব এলাকায় নভেম্বরে শব্দের মাত্রা এক ডেসিবল কমেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, অসহনীয় শব্দদূষণ প্রভাব ফেলছে জনস্বাস্থ্যে। উচ্চশব্দ শিশু, গর্ভবতী ও হৃদরোগীর জন্য হুমকি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া