adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে নামছে শীর্ষ চার দল

image_65379ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের জমজমাট রাতে একই দিনে মাঠে নামছে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল। নিজেদের অবস্থান সুসংহত করার লক্ষ্যেই আজ তারা প্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে জয়ের আশা নিয়ে মাঠে নামছে।

১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের মুখোমুখি হচ্ছে গত ম্যাচে লিভারপুলকে ৩- ১ গোলে হারিয়ে দেওয়া হাল সিটি।  দ্বিতীয় স্থানে থাকা চেলসির সামনে আছে সান্ডারল্যান্ড। ঘরের মাঠ দুর্দান্ত খেলতে থাকা ম্যানচেস্টার সিটি ওয়েস্ট ব্রমউইচের মাঠে খেলতে যাবে। লিভারপুল নিজেদের মাঠে খেলবে নরউইচ সিটির বিপক্ষে।

হাল সিটি নিজেদের মাঠে অপ্রত্যাশিতভাবে লিভারপুলকে হারিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে ঠেলে দিয়েছে। কিন্তু তাদের সামনে আছে এই মৌসুমে নিজেদের নতুন করে চেনানো আর্সেনাল যারা ঘরের মাঠে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচ হেরেছে।কার্ডিফ সিটির  বিপক্ষে আর্সেনালের ৩-০ তে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন অ্যারন রামসে। আর্সেনালের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় মিডফিল্ডার মেসুত ওজিল ওই ম্যাচে দুইটি গোলে সহায়তা করেছিলেন ।

১৯৮৮ সালের পর থেকে আর্সেনাল এখন পর্যন্ত পাঁচবার হাল সিটির সঙ্গে খেলেছে যার চারটিতেই জিতেছে আর্সেনাল। সান্ডারল্যান্ডের বিপক্ষে চেলসি ২০০১ সালের পরে টানা আট ম্যাচ জিতেছে সান্ডারল্যান্ডের বিপক্ষে। নতুন কোচ গাস পয়েট এর অধীনে টানা তিন ম্যাচ অপরাজিত নিজেদের মাঠে সান্ডারল্যান্ড। ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে টানা তিন ম্যাচ বড় ব্যবধানে জিতলেও প্রিমিয়ার লিগে চারটি অ্যাওয়ে ম্যাচেই হেরেছে ম্যানচেস্টার সিটি। ম্যানুয়েল পেলেগ্রিনির দল ঘরের মাঠে তিন জয়ের পর ওয়েস্ট ব্রমউইচের মাঠে জয়ের আশা করতেই পারে । সর্বশেষ সাত ম্যাচে ওয়েস্ট ব্রম ম্যানসিটিকে হারাতে পারেনি। হাল সিটির কাছে ৩-১ ব্যবধানে হারের পর ঘরের মাঠে নরউইচ এর মুখোমুখি হতে যাচেছ লিভারপুল। তবে এই ম্যাচেও থাকবেন না প্রিমিয়ার লিগের এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ড্যানিয়েল স্টারিজ। ঘরের মাঠে এার লিভারপুলের রেকর্ড বেশ ভালো,  ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছে অল রেডরা।

দিনের অন্যান্য গুরুত্বপুর্ণ ম্যাচে  ঘরের মাঠে এভারটনকে স্বাগত জানাবে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমবারের মতো নিজের সাবেক ক্লাব এভারটনের মুখোমুখি হতে যাচ্ছেন ডেভিড ময়েস। এভারটনের বিপক্ষে ২০ ম্যাচ অপরাজিত রয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ম্যানইউ এর সঙ্গে ঘরের মাঠে ড্র করা টটেনহ্যাম খেলতে যাবে ফুলহ্যামের মাঠে। টানা পাঁচ ম্যাচ হারার কারণে  কোচ ক্রেভেন কটেজকে বরখাস্ত করার পর নতুন কোচ রেনে মেলেনেস্টিন টটেনহ্যামের বিপক্ষে হোম ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন। অন্যান্য ম্যাচে সোয়ানসি সিটির বিপক্ষে খেলবে নিউক্যাসল ইউনাইটেড, সাউদ্যাম্পটন খেলবে অ্যাস্টন ভিলার সঙ্গে ও স্টোকের মাঠে খেলতে আসবে কার্ডিফ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া