adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে পুলিশ ফাঁড়িতে হামলা, যুবদল নেতা নিহত

srav-cbyvp20131204201522ফেনী: ফেনীতে পুলিশের সঙ্গে যুবদল নেতাকর্মীদের সংঘর্ষে সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি হারুণ (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরো ৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার বিকেলে সাড়ে ৪টায় ফেনী শহরের এসএসকে সড়কের পুলিশ ফাঁড়িতে মিছিল থেকে সশস্ত্র হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা একজন নিহতের খবর নিশ্চিত করেছেন। এছাড়া গুলিবিদ্ধ আরো ৭ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ফেনী শহর ছাত্রদলের সভাপিত নুরুল হোসেন সেলিম বাংলানিউজকে একজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা যুবদলের ব্যানারে শহরের ওয়াপদা মাঠ থেকে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের ট্রাংক রোডের দিকে আসার পথে এসএসকে সড়ক শহর পুলিশ ফাঁড়িতে হঠাৎ করে হামলা চালায় নেতাকর্মীরা। এসময় তারা ফাঁড়ি লক্ষ্য করে ইটপাটকেল ও পেট্টোল বোমা ছোড়ে। 

ফাঁড়িতে থাকা পুলিশ আত্মরক্ষার্থে শতাধিক রাউন্ড শটগানের গুলি ছুড়ে। যুবদল কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে পথচারী, সাংবাদিক ও যুবদল কর্মী গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

এর মধ্যে ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিমও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে যুবদলের মিছিলের একাংশ শহরের ট্রাংক রোড়ে পৌঁছালে সেখানে যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় উভয়ের দলের নেতাকর্মীরা লাঠিসোটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

ফেনী অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক বাংলানিউজকে জানান, হঠাৎ করে যুবদলের মিছিল থেকে ফাঁড়িতে হামলা করায় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া