adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তেমন কিছু হলে সুইসাইড করবো’

image_65523_0ঢাকা: র‌্যাব-পুলিশ গ্রেপ্তার করতে গেলে আত্মহত্যা করার হুমকি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একই সঙ্গে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত থেকে একচুলও নড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
বুধবার রাত সোয়া ১১টার দিকে বারিধারার বাসভবনে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন এরশাদ। এসময় তিনি নাইটগাউন পরা ছিলেন। তার বাসভবন প্রেসিডেন্ট পার্ক এখনো আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।
উল্লেখ্য, নির্বাচন করার ঘোষণা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেও গত মঙ্গলবার নির্বাচন বর্জনের ঘোষণা দেন ক্ষমতাসীন মহাজোটের সাবেক শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। বুধবার বিকেলে নিজ বাসভবনে ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক শেষে পূর্বনির্ধারিত ব্রিফিংয়ে তিনি তার অবস্থানে অনড় থাকার কথা জানান এবং দলের মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দেন।
সুজাতা সিং চলে যাওয়ার পরই এরশাদের বাসভবন ঘিরে রাখে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ। অবরুদ্ধ হয়ে পড়েন এরশাদ। তখন শীর্ষ নেতা ও উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন তিনি। অবশেষে রাত ১১টার পরে সাংবাদিকদের সামনে এসে অনেকটা ‘বেপরোয়া’ভাবে কথা বলেন।
রাত ১১টা ১০ মিনিটে সাংবাদিকদের খাওয়া-দাওয়ার খোঁজ খবর নিতে আসেন এরশাদ। এসময় পাশে বসা করীম উদ্দিন ভরসা তার দিকে তাকিয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, ‘আপনার কথা শুনে দেশের মিষ্টি মুখ হয়েছে। গরু জবাই করে খাওয়ানো হয়েছে।’
তখন এরশাদ নির্বাচন বর্জনের প্রসঙ্গে বলেন, ‘আমি  প্রেসব্রিফিং করেছি একলা। ডানে বামে কেউ ছিল না। আলোচনা করলে সিদ্ধান্ত নিতে পারতাম না।’
বাসার সামনে র‌্যাব-পুলিশের মুভমেন্টে আমরা আতঙ্কিত- এক সাংবাদিকদের এমন কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘এখান থেকে আমাকে নিতে হলে ১০ হাজার মানুষ মেরে আসতে হবে।’ এসময় পাশের নেতাকর্মীরা এক যোগে চিৎকার করে বলেন, আমরা সবাই মরে যাবো।
আবার র‌্যাব-পুলিশ মোতায়েন প্রসঙ্গ উঠলে এরশাদ বলেন, ‘নোবডি এলস। আই টুক দ্য ডিসিশন। আমার পাশে কেউ ছিল না। আমি মনে করেছি গতকালই (মঙ্গলবার) ছিল রাইট টাইম। এরপর দেরি হলে করতে পারতাম না। এখন অনেকে বলছে, উনি তার মত পরিবর্তন করবেন। ওবায়দুল কাদের বলেছেন, এটাই তার শেষ কথা নয়।’ আশেপাশে নেতাকর্মীদের দেখিয়ে তিনি বলেন, ‘এই লোকের সামনে বলছি, ওরা সবাই আমার সন্তান। জীবনের শেষ কথা দিয়েছি। একচুলও নড়বো না। র‌্যাব-পুলিশে আমার গায়ে হাত দিলে আগুন জ্বলবে। (এসময় নেতাকর্মীরা চিৎকার করে স্লোগান দেয়)।
তিনি আরো বলেন, ‘আমি একটা সেপারেট পার্টি। মহাজোটের অ্যালাই। আমাদের নিজস্ব পলিটিকস আছে। রাজনীতি আছে। নিজস্ব আদর্শ আছে। আমাদের সরকারের সাথে সংহতি হয়েছিল। এখন নেই। প্রস্তাব দিয়েছি একলাই নির্বাচন করবো। আর যদি কেউ না আসে আমি নির্বাচন করবো না। সবাই আসলে নির্বাচন করবো। আলাদাভাবে কারো সাথে আমার সংঘর্ষের কিছু নাই।’
আপনি তো একাধিকবার সিদ্ধান্ত পাল্টিয়েছেন এখন জনগণকে এটা কীভাবে বুঝাবেন- সাংবাদিকদের এমন প্রশ্নে এরশাদ বলেন, ‘মুখের কথা ছাড়া আর কী বলবো।’
আবারো বাসভবন ঘিরে র‌্যাব-পুলিশ প্রসঙ্গ এলে তিনি বলেন, ‘অনেক র‌্যাবট্যাব দেখেছি তো। আমি বলেছি, আমার সাথে যদি কোনো চালাকি করো আমার চারটি লাইসেন্স করা পিস্তল আছে। বালিশের নিচে রেখেছি। আই উইল কমিট সুইসাইড, তোমাদের সাথে যাওয়ার আগে। গো অ্যান্ড চেক আন্ডার মাই পিলো। দিস ইজ মাই প্রমিজ। দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড। আমৃত্যু আমার এ কথাটাই থাকবে।’
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কিছু ফিক্সড ভোট আছে। তার বাইরে একটা মানুষও ওনাদের পক্ষে নাই। একশ জন মানুষকে জিজ্ঞাসা করুন একজনও তাদের পক্ষে কথা বলবে না।’
তাহলে কি ১৫ ফেব্রুয়ারি (১৯৯৬ সাল) মতো হবে কি না- এমন কথায় এরশাদ হেসে বলেন, ‘ওটার কী অবস্থা হয়েছিল তাতো জানই। আমার লোকেরা রেডি আছে।’নির্ধারিত ব্রিফিং শোনার জন্য বুধবার দুপুর থেকেই নেতাকর্মীরা এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আনতে শুরু করে। বিকেলের পর আইনশৃঙ্খলা  বাহিনী পুরো বাড়ি ঘিরে রাখায় নেতাকর্মীদের মধ্যে এ আশঙ্কা প্রবল হয় যে, দলের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হতে পারে। যদিও নিরাপত্তার দায়িত্বে থাকা র‌্যাব সিইও এ আশঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন।কিন্তু এরশাদের বাসভবনে নিরাপত্তা এতোটাই কড়াকড়ি করা হয়েছে যে সংবাদকর্মীদেরও কয়েকটি নিরাপত্তা বাধা পেরিয়ে যেতে হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া