adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় রেল নাশকতায় নিহত ৫, আহত ৪০

image_65336গাইবান্ধা: গাইবান্ধায় অবরোধকারীরা রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলায় গভীর রাতে ট্রেন লাইনচ্যুত হয়ে ৫ জন নিহত ৪০ জন আহত হয়েছে।

লালমনিরহাট থেকে ছেড়ে আসা পদ্মরাগ এক্সপ্রেস রাত দেড়টার দিকে বোনারপাড়া রেলস্টেশনের অদূরে বুরুঙ্গী এলাকায় এই নাশকতার শিকার হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত হয়।

ঘটনার পরপরই এলাকাবাসী ছুটে এসে হতাহতদের উদ্ধার করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, এই ঘটনায় ৫জন নিহত হয়েছে। তবে বোনার পাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ৩জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ২জন পুরুষ ও ১জন নারী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। 

স্থানীয়রা জানান, রাতের আঁধারে বুরুঙ্গী এলাকায় রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলে দুর্বৃত্তরা। 

এই ঘটনায় ট্রেনটির ইঞ্জিন ও বগি দুমড়ে-মুচড়ে যাওয়ায় এর ভেতরে আটকা পড়ে অনেক মানুষ। 

এদিকে, নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। 

গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এ ঘটনার জন্য অবরোধকারীদের নাশকতাকেই দায়ী করেছেন।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলার অংশ হিসেবেই এই নাশকতার ঘটনা ঘটলো বলে মনে করছেন অনেকেই। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া