adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশে শক্তিশালী নির্বাচন হওয়া প্রয়োজন

Avfn-ot20131203231418নিউইয়র্ক: বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

তিনি বলেন, ‘গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। সহিংসতা বাদ দিয়ে আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য ও আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টার দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নিশা দেশাই বলেন, ‘আলোচনার মাধ্যমে দুই দলকে (আওয়ামী লীগ ও বিএনপি) একমতে আসতে হবে।’

তিনি বলেন, ‘আগামী পরবর্তী দশকে দক্ষিণ ও মধ্য এশিয়ার পাঁচটি দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মায়ানমার ও বাংলাদেশে জাতীয় উন্নয়নে অন্তত ৫০ ভাগ এগিয়ে যাবে। এই পাঁচটি দেশ পারস্পরিক যোগাযোগের (ইন্টার-কানেক্টিভিটি) আঞ্চলিক উন্নয়নে এগিয়ে যাবে। সে কারণে এ দেশগুলোর মধ্যে স্থিতিশীলতা প্রয়োজন।’

দেশাই বলেন, ‘পাঁচটি দেশের মধ্যে ভারত, শ্রীলংকা ও পাকিস্তানে শক্তিশালী নির্বাচনের মাধ্যমে সামনে আগাচ্ছে। এর মধ্যে ভারত একটি উদাহরণ। সুতরাং গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থেই শক্তিশালী নির্বাচন হওয়া প্রয়োজন।’

নাশকতার মাধ্যমে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশে সামরিক বাহিনীর হস্তক্ষেপকে ত্বরান্বিত করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সে দেশে সবার কাছে গ্রহণযোগ্য ও অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সুতরাং, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে নির্বাচন নিশ্চিত করতে হবে।’ 

নিশা দেশাই বাংলাদেশ সফরকে সফল বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

তিনি এ সময় বিরোধীদলকে উদ্দেশ করে বলেন, ‘গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। সহিংসতা বাদ দিয়ে আলোচনার মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য ও আকাঙ্ক্ষা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হবে।’

নিশা দেশাই তিনদিনের সফরে ১৬ নভেম্বর ঢাকায় পৌঁছান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া