adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন যদি না হয়…

creyvnzrag-fz0220131202105817সাংবিধানিক বাধ্য বাধ্যবাধকতায় ২৪ জানুয়ারির মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে। কিন্তু কোনো কারণে যদি এ নির্বাচন সম্পন্ন তাহলে কি হবে? এ প্রশ্ন ঘুরাপাক খাচ্ছে সংশ্লিষ্ট মহলে। সংবিধানেও এ বিষয়ে কিছু দেখছেন না আইনজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক। 

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুসারে সংসদের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর পর সংসদ আপনা আপনি ভেঙে যাবে। নবম সংসদের প্রথম বৈঠক বসেছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। পাঁচ বছর পূর্ণ হবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি। 

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হইবে

(ক) মেয়াদ-অবসানের কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে; এবং

(খ) মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে:

তবে শর্ত থাকে যে, এই দফার (ক) উপ-দফা অনুযায়ী অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিগণ, উক্ত উপ-দফায় উল্লিখিত মেয়াদ সমাপ্ত না হওয়া পর্যন্ত, সংসদ সদস্যরুপে কার্যভার গ্রহণ করিবেন না। 

(৪) সংসদ ভাঙ্গিয়া যাওয়া ব্যতীত অন্য কোন কারণে সংসদের কোন সদস্যপদ শূন্য হইলে পদটি শূন্য হইবার নব্বই দিনের মধ্যে উক্ত শূন্যপদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে। 

তবে শর্ত থাকে যে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোন দৈব-দূর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে’।

২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সংবিধান কি বলে এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রফিক-উল হক বলেন, না, কিছু নেই।

তবে সংবিধানের ১২৩ (৩) এর (খ) (মেয়াদ-অবসান ব্যতীত অন্য কোন কারণে সংসদ ভাংগিয়া যাইবার ক্ষেত্রে ভাংগিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে) এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাহলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০ জানুয়ারি অথবা এর দুই একদিন আগে পরে সংসদ ভাঙতে হবে। এক্ষেত্রে সংসদ ভাঙার পরবর্তী ৯০ দিনের সুবিধা পাওয়া যাবে। 

সেক্ষেত্রে নির্বাচনের জন্য সময়ও পাওয়া যাবে ২৪ এপ্রিল পর্যন্ত।

এছাড়াও ১২৩ অনুচ্ছেদের শর্তে বলা হয়েছে, যদি প্রধান নির্বাচন কমিশনারের মতে, কোন দৈব-দূর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী নব্বই দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে।

এ শর্ত অনুসারে সিইসি যদি মনে করেন যদি ‘দৈব-দূর্বিপাক’ এর কারণে ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রেও ২৪ এপ্রিল পর্যন্ত নির্বাচনের সময় পাবে নির্বাচন কমিশন।

এদিকে ৫ জানুয়ারি নির্বাচনের ‍তারিখ রেখে গত ২৫ নভেম্বর তফসিল ঘোষণা করেছে কমিশন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া