adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসির ‘হাততালি’ সমর্থকদের ‘নৌকা’

image_65096_0 (1)চট্টগ্রাম: বিএনপির নির্বাচন বর্জনের মধ্য দিয়ে শুরু হওয়া দশম সংসদ নির্বাচনের শুরুতেই আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রামের ১৬ আসনে ৬৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণ বিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করলেও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার কোন ব্যবস্থাই নেয়নি। উল্টে প্রার্থীদের পক্ষে সাফাই গেয়েছেন এমনকি নিজেরাই বিধি লঙ্ঘন করেছেন।
দশম সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কেউ কেউ এসেছেন মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে আবার কেউ কেউ বিপুল সংখ্যক নেতাকর্মী পরিবেষ্টিত হয়ে।
এসময় তারা আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে স্লোগানও দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও নিয়ম ভেঙে সবোর্চ্চ সংখ্যক সমর্থক প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট দুই রিটার্নিং অফিসার তাদের মৌখিক বা লিখিতভাবে সর্তক না করে উল্টো সাংবাদিকদের ওপর দোষ চাপিয়েছেন।
সোমবার সকাল ১১টা ২৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল মান্নানের কাছে চট্টগ্রাম-১২ পটিয়া আসনের আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক চৌধুরী মনোনয়ন পত্র জমা দেয়ার সময় ডিসি আব্দুল মান্নান বলেন, ‘আপনারা সবাই হাততালি দেন’।
এসময় ডিসিসহ উপস্থিত নেতাকর্মীরা হাততালি দেন। এরপর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন ও শামসুল হক চৌধুরী ডিসি ও সহকারি রিটার্নিং সামনে কোলাকোলি করেন।
ঠিক এরপর পরই জেলা প্রশাসকের কাছে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে একে একে মনোনয়নপত্র দেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম, সাতকানিয়ায় আওয়ামী লীগের আবু রেজা নদভী। সকলেই নির্বাচনী বিধি ভঙ্গ করে মনোনয়নপত্র জমা দেন।
তবে কিছু ক্ষেত্রে ব্যাতিক্রমও করেছেন আওয়ামী লীগের নুরুল ইসলাম বিএসসি, ডা. আফসারুল আমীন, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, মাহফুজুর রহমান মিতা।
সব চেয়ে বেশি নির্বাচনী আচরণ লঙ্ঘন করার অভিযোগ উঠেছে, হাটহাজারী আসানে আওয়ামী লীগের প্রার্থী ইউনুছ গণি চৌধুরী ও বন্দর আসনের এম এ লতিফের বিরুদ্ধে। তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন ৩০টির বেশি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে। এসময় নৌকার পক্ষে স্লোগানও তুলেন তারা।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিচে মিছিল শেষ করে এই প্রার্থী যখন মনোনয়ন পত্র জমা দিতে যান তখন তাদের সঙ্গেও ছিল সর্বোচ্চ সংখ্যক কর্মী সমর্থক। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবারের মধ্যে চট্টগ্রামের ১৬ আসনে মোট ৬৯ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২০১৩ সালের সংশোধিত নির্বাচনী আচরণ বিধির ৮ (ক) ধারায় উল্লেখ আছে, ‘কোন ট্রাক, বাস, মোটর সাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোন যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল কিংবা মশাল মিছিল বাহির করতে পারিবেনা কিংবা কোনরূপ শোডাউন করিতে পারিবেনা।’
৮ এর (খ) ধারা অনুযায়ী, ‘মনোনয়নপত্র দাখিলের সময় কোন প্রকার মিছিল কিংবা শোডাউন করিতে পারিবেনা।’
কিন্তু নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, ‘এভাবে ধরে ধরে মেইনটেইন করা সম্ভব হয়ে উঠছেনা। প্রার্থীরা তাদের সমর্থকদের না আনলেও বা স্লোগান দিতে না বললেও তারা নিজ থেকে এসব করে থাকে।’
আর বিভাগীয় কমিশনার ও নগরের চার আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ একটি সংবাদ মাধ্যমকে বলেন, ‘আচরণ বিধির উপর আমাদের নজরদারি আছে। কিন্তু আচরণ বিধি ভাঙছেন সাংবাদিকরাই। আপনারা সাংবাদিকরা একসাথে অফিসে ঢুকে পড়ছেন। আর প্রার্থীরাতো মিছিল করছেন না, স্লোগান দিচ্ছেন না, গাড়ি আনেননি। আচারণবিধিতো মানা হচ্ছেই।’
বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ টেলিফোনে বাংলামেইলকে বলেন, ‘কতটুকু আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কিংবা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এর সাথে জড়িত তা না দেখে বলা যাবে না। কেউ যদি কিংবা আপনি (প্রতিবেদক) ই-মেইল বা লিখিত আকারে অভিযোগ দেন, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের আর কোন বক্তব্য নেই।’
এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) এম সাখায়াত হোসেন টেলিফোনে বাংলামেইলকে বলেন, ‘নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী রিটার্নিং অফিসার কখনোই এই ধরণের আচরণ করতে পারে না। এছাড়া প্রার্থীরা যে ধরণের আচরণ ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে তার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের উচিত ছিল তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া। এখন বিষয়টি তদন্ত করে নির্বাচন কমিশনের দেখা উচিত। না হলে এধরণের আচরণ নির্বাচন কমিশনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া