adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামী-বিএনপিপন্থি আইনজীবীদের মুখোমুখি অবস্থান

image_64987ঢাকা: ১৮ দলীয় জোটের ডাকা টানা ছয়দিনের অবরোধের পক্ষে-বিপক্ষে সুপ্রিম কোর্টে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা পাল্টাপাল্টি মিছিল এবং সমাবেশ করেছেন।

সোমবার বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচি উপলক্ষে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন ভবন থেকে শুরু হয়ে আদালতের বিভিন্ন অঙ্গন ঘুরে আসে।

অন্যদিকে বিরোধী দলের অবরোধের বিপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের নিচে আওয়ামী আইনজীবীরা মানববন্ধন করে। তখন বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা মিছিল নিয়ে যাওয়ার সময় দু’পক্ষ মুখোমুখি অবস্থানে পড়ে। সেসময় উভয় দলই উত্তেজনার সঙ্গে স্লোগান দিতে থাকে।

এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও হয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরস্থিতির সৃষ্টি হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সমাবেশে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি বাসেত মজুমদার বলেন, ‘আমরা আন্দোলন করছি শেখ মুজিবের সৈনিক হয়ে।’ একই সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে সব আইনজীবীদের এক হওয়ার আহ্বান জানান তিনি।



খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদিন বলেন, ‘শেখ হাসিনার পতন সময়ের ব্যাপার মাত্র। আগামী সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর পতন হবে।’

বিএনপির যুগ্ম সম্পাদক ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আওয়ামী লীগের মিছিলে ডিএজি, এএজিসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অংশগ্রহণ করেছে। যদি তারা মঙ্গলবার আওয়ামী লীগের মিছিলে অংশ নেয় তাহলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ঘেরাও করা হবে।

আওয়ামীপন্থি আইনজীবীদের মানববন্ধনে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলী পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সাবেক সম্পাদক শ ম রেজাউল করিমসহ বেশ কিছু আইনজীবী।

অন্যদিকে ১৮ দলীয় জোট সমর্থীত আইনজীবীদের মিছিলে নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদনী, বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বারের সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া