adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষতিপূরণ পাবে স্ট্যান্ডার্ড গ্রুপ, আশ্বাস প্রধানমন্ত্রীর

image_65106_0ঢাকা: ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে স্ট্যান্ডার্ড গার্মেন্টেসে অগ্নিকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে জাতির সামনে নিয়ে আসার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই এবং বিসিসিআই এর ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

বৈঠক শেষে বিজিএমইএর সভপতি আতিকুল ইসলাম সাংবদিকদের বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টেসর যে অবস্থা এতে করে বিদেশের বায়াররা দেশে আসা প্রায় বন্ধ করে দিয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, আমরাও কারখানা বন্ধ করে দিব। কিন্তু প্রধানমন্ত্রী আমাদেরকে এটা করতে নিষেধ করেছেন। তিনি আমাদের এ সেক্টরে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড গার্মেন্টসে যারা নাশকতা করেছেন তাদের খুঁজে বের করে জাতির সামনে তুলে ধরার আশ্বাস দিয়েছেন।’

এফবিসিসিআই সভাপতি কাজী আকরামউদ্দীন আহমেদ বলেন, ‘স্ট্যান্ডার্ড গ্রুপের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্ণরকে নির্দেশ দিবেন স্ট্যান্ডার্ড গার্মেন্টসের সব ধরণের ক্ষতিপূরণ প্রদানের। পাশাপাশি এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যাংকগুলোকে সাপোর্ট দেয়ার কথা বলেন।’

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, এভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করবেন না। তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন স্ট্যান্ডার্ড গার্মেন্টস পরিদর্শন করবেন। তিনি আমাদের বলেছে আপনারা শ্রমিকদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। আপনার প্রতিষ্ঠানকে তাদের নিজেদের ভাবতে শেখান।’

এই প্রতিনিধি দলটি এখান থেকে আবার বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বাসার উদ্দেশ্যে রওনা দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া