adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সহিংসতায় নির্বাচন বাধাগ্রস্ত হবে না

image_64810_0ঢাকা: মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘সহিংস ঘটনা ঘটিয়ে কোনোভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। সাধারণ মানুষ এখন নির্বাচন চায়। তাই আমি আশা করবো, বিরোধী দলীয় নেত্রীর শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি নির্বাচনে অংশ নেবেন।’

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবরোধ বিরোধী অবস্থানকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মায়া বলেন, ‘নির্বাচন ৫ জানুয়ারি-ই  অনুষ্ঠিত হবে।  এসময়ের মধ্যে নির্বাচনে না আসলে আগামী ৫ বছরের জন্য খালেদা জিয়ার নির্বাচনের দরজা বন্ধ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘সহিংস ঘটনা ঘটিয়ে কোনোভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। সাধারণ মানুষ এখন নির্বাচন চায়। তাই আমি আশা করবো, বিরোধী দলীয় নেত্রীর শুভবুদ্ধির উদয় হবে এবং তিনি নির্বাচনে অংশ নেবেন।’

বিরোধী দলের অবরোধের নামে সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাধারণ মানুষকে আর হত্যা করবেন না। রাজনৈতিক কর্মসূচি দিয়ে রাজপথে আসুন আমরা রাজপথেই আপনাদেরকে মোকাবেলা করবো। দয়া করে সন্ত্রাসী বাহিনী দিয়ে জনগণকে পুড়িয়ে মারবেন না।’

আওয়ামী লীগ একদিকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে , আরেকদিকে বিরোধী দল এই নির্বাচনকে প্রতিহত  করার জন্য কর্মসূচি হাতে নিয়েছে, এ বিষয়ে আপনারা কি ভাবছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মায়া বলেন, ‘সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখার জন্য নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠানের  বিকল্প নেই । তাই আমরা ৩শ আসনে দলীয় প্রার্থী দিয়েছি সেই সঙ্গে অন্যান্য গণতান্ত্রিক দলও তাদের প্রার্থিতা দিয়েছে । আওয়ামী লীগের নেতাকর্মীরা গণতন্ত্র রক্ষার্থে একদিকে নির্বাচনের জন্য গণসংযোগের কাজ করবে আরেকদিকে এ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য যারা সহিংস ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া