সোনাক্ষীর সালমান এলার্জি

সালমান ভক্তদের অভিযোগ, সালমানের কল্যাণে অনেক নায়িকাই বলিউডের পর্দায় নিজেকে মেলে ধরতে পেরেছেন। কিন্তু যখনই সেই ক্যারিয়ারে ডাল পালা মেলতে শুরু করে, অমনি সালমানের নাম ঠিকানা পযর্ন্ত বেমালুম ভুলে গিয়েছে তারা। সেই তালিকায় যেমন আছেন ক্যাটরিনা, তেমনি নতুন যোগ হয়েছে সোনাক্ষী সিনহা।
ভারতীয় রিয়েলিটি বিগ বসের এবারের আসরটি উপস্থাপনা করেছেন সালমান।
এই অনুষ্ঠানে সোনাক্ষী অভিনীত ‘বুলেট রাজা’ ছবিটির প্রচারণার মোক্ষম সুযোগও মিলেছিলো। কিন্তু সেই সুযোগটিও ছুঁড়ে ফেলেছেন তিনি। আর তাই স্বভাবিকভাবেই বলিউডবাসী জানতে চায়, শুধু কি সালমানের ছবিতে কাজ করতে চাচ্ছেন না সোনাক্ষী, নাকি সালমানের ছায়াও মাড়াতে চাচ্ছেন না?
সালমানের মুখোমুখি হওয়াতে সোনাক্ষীর এই অনিহাকে, অনেকেই সোনাক্ষীর সালমানে এলার্জি ভাবছেন।
Leave a Reply