adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধ চলবে অনির্দিষ্টকাল!

image_64412_0ঢাকা: চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আগামীকাল শুক্রবারের পরেও এটি অনির্দিষ্টকাল পর্যন্ত প্রলম্বিত হতে পারে বলে জানিয়েছেন দলের ‍যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সরকার যদি একতরফা নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যায় তবে বিএনপির কার্যক্রম কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রিজভী বলেন, ‘আমাদের যে ধরনের কর্মসূচি চলছে তা অব্যাহত থাকবে। আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর হবে। জনগণের প্রতিরোধ আরও বাড়বে।’

উল্লেখ্য, গত সোমবার সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদের মঙ্গলবার থেকে টানা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তবে অবরোধের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় ও রাত সাড়ে ১১টায় অবরোধের সময় দুই দফায় ২৩ ঘণ্টা বাড়ানো হয়। ফলে যে অবরোধ বৃহস্পতিবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা ছিল তা এখন শেষ হবে শুক্রবার ভোর ৫টায়।

এখন রিজভীর বক্তব্যে এ অবরোধ শুক্রবার শেষ না হওয়ার ইঙ্গিত পাওয়া গেল। সারা দেশের অবরোধে ব্যাপক সহিংসতায় বৃহস্পতিবার পর্যন্ত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।
নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে সারাদেশে সেনাবাহিনী নামাবে- এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, ‘নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে এবং তার প্রধান হিসেবে যে কাজ করার তা করছেন না। সিইসি সরকারের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছেন। লেভেল প্লেইং ফিল্ড না করে সবদলের পক্ষে কাজ না করে সরকারের পক্ষে নির্বাচন কমিশন কাজ করছে।’
লিখিত বক্তব্যে রিজভী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা এবং সরকারের নানা বাহিনী কর্তৃক বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, জুলুম-নির্যাতন, গণগ্রেপ্তার, অগ্নিসংযোগ, বাসায় বাসায় হামলার প্রতিবাদে ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচির আজ তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে। আগামীকাল ভোর ৫টার সময় ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হবে।’
নির্বাচন কমিশন সরকারের ক্রীতদাস উল্লেখ করে তিনি আরো বলেন, ‘তফসিল ঘোষণা করে সারাদেশে সহিংসতার আগুন জ্বালিয়ে নির্বাচন কমিশন সরকারের বাঁশিতেই ফুঁ দিচ্ছে। আওয়ামী লীগের ফরমান বাস্তবায়নকারী এই নির্বাচন কমিশনের বিরুদ্ধেও দেশব্যাপী মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে। বিরোধী দল ও জোটের সাথে সমঝোতার পথ বন্ধ করে দিয়ে অশান্তি ও বিশৃঙ্খলাকেই উসকে দিলেন নির্বাচন কমিশন।’
সংবিধান সংশোধনের সমালোচনা করে রিজভী বলেন, ‘সংবিধানে পঞ্চদশ সংশোধনী সংযোজন করে সংবিধান এখন আর জনগণের অভিপ্রায় নয়, এটি এখন প্রধানমন্ত্রীর ‘এমবডিমেন্ট অব দি উইল’ বা অভিপ্রায়ের অংশে পরিণত হয়েছে।’ 
সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘আমরা নির্মম অত্যাচার এবং কুৎসিত চক্রান্তের বিরুদ্ধে একটি ন্যায়সঙ্গত অধিকারের আন্দোলনে যুক্ত আছি। সরকার সন্ত্রাসবাদের অন্ধ গলিতে পথ হারিয়ে ফেলেছে। এদের কোনো আইনি বৈধতা নেই। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দুর্গম গিরি কান্তার মরু এবং দুস্তর পারাবার অতিক্রম করে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।’
বিএনপির সিনিয়র পাঁচ নেতার জামিন নামঞ্জুর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই সব সিনিয়র নেতাদের পক্ষে কি ককটেল ছোড়া সম্ভব? সরকারের চক্রান্তেই তাদের জামিন নামঞ্জুর করা হয়েছে। সরকার যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে প্রভাব বিস্তার করেছে এটা তারই অংশ।’
গতকাল বুধবার রাত থেকে এখন পর্যন্ত অবরোধ চলাকালে ১৮ দলীয় জোটের একজন নেতাকর্মী নিহত, আহত হয়েছেন ৯ শতাধিক নেতাকর্মী, গ্রেপ্তার করা হয়েছে ৩৫০ জনের অধিক নেতাকর্মী এবং ভ্রাম্যমাণ আদালত ১৮ জন নেতাকর্মীকে সাজা দিয়েছে বলেও দাবি করেন রিজভী।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া