adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বশান্তির জন্য দারিদ্র্যমুক্ত হতে হবে’

image_56511_0ম্যানিলা: গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল এওয়ার্ড-২০১৩ বিজয়ী প্রথম বাংলাদেশী এএইচএম নোমান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ থাকবে এবং মোকাবেলাও করতে হবে। গণতন্ত্র যেমনি গুরুত্বপূর্ণ তেমনিভাবে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দারিদ্র্য মুক্ত হতে হবে। কেননা দারিদ্র্যই আমাদের এক নাম্বার শত্রু। এ জন্য সবাইকে এক যোগে কাজ করতে হবে।

নোমান মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার অভিজাত হোটেল দি পিনিসুলায় সোমবার রাতে গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৩ বিজয়ীদের সম্মানে আয়োজিত নৌশভোজে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।

অনুষ্ঠানে নোমান আরো বলেন, দরিদ্রদের মানবাধিকার নিশ্চিত করতে হবে। মাকে কেন্দ্র করে সকল উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে। মায়েদের সুস্বাস্থ্য নিশ্চিত করা গেলেই সুখী-সমৃদ্ধ দারিদ্র্যমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। এজন্য দরিদ্র্য মায়েদের অধিকারভিত্তিক পাবলিক পুয়র প্রাইভেট পার্টনারশিপ-পিপিপিপির মাধ্যমে স্বপ্ন প্যাকেজ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।       

নৌশভোজের শুরুতে ফিলিপাইলে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।   

অনুষ্ঠানে গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনালে চেয়ারম্যান ভ্যারি এস. গুসিসহ ২০১৩ সালে নির্বাচিত অ্যাওয়ার্ড বিজয়ী ১৭ জনও বক্তব্য রাখেন।

ওইদিন সকালে অ্যাওয়ার্ড বিজয়ীরা রাষ্ট্রীয়ভাবে ম্যানিলা রিজাল পার্ক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অপর্ণ করেন।

রিজাল পার্ক থেকে তারা ম্যানিলা শহর পরিদর্শন শেষে ঐতিয্যবাহী ইউনিভার্সিটি অব সানটা টোমাস বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানটির প্রধান রেক্টর এফার হারমিনিও ভি অতিথিদির স্বাগত জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের যন্ত্রসংগীতে মাধ্যমে উঞ্চ সংবর্ধনা জানান। রেক্টর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পটভূমি সবাইকে অবহিত করেন। এ অনুষ্ঠান শেষে আলাবাং শহরে অবসি'ত ছিন্নমূল শিশুদের মডেল শিক্ষা প্রতিষ্ঠান টোলয় ফাউন্ডেশ পরিদর্শন করেন।     

উল্লেখ্য, দারিদ্র বিমোচন ও মানবহিতৈষী কাজে অবদান রাখার জন্য বেসরকারি সংস্থা ডরপ এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমান এ বছর বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে এই সম্মানজনক অ্যাওয়ার্ড অর্জন করেন।

বুধবার ২৭ নভেম্বর বুধবার ফিলিপাইন আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিজয়ীদের মধ্যে এওয়ার্ড প্রদান করা হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া