adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টিকফা চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

image_64134_0ঢাকা: বহু আলোচনা সমালোচনার পর ক্ষমতার শেষ সময়ে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি (টিকফা) স্বাক্ষর করলো বাংলাদেশ সরকার। এ চুক্তির ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে রয়েছে নানা মহলে পরস্পর বিরোধী মত। তারপরও যখন চুক্তিটি হয়েই গেল এখন এর সুবিধা অসুবিধা নিয়ে চলছে আলোচনা। ব্যবসায়ীদের অনেকে এ চুক্তিকে স্বাগত জানালেও বিশ্লেষকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে এ চুক্তি সইকে দেশ বিরোধী বলেও অভিহিত করছেন।

গতকাল সোমবার যুক্তকরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ওয়েন্ডি কাটলার এবং বাংলাদেশের বাণিজ্য সচিব আহমেদ নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

এ চুক্তির বিষেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বাংলামেইলকে বলেন, ‘টিকফা চুক্তি যেটা হয়েছে তা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট হয়নি। এ চুক্তি অনেক দিন থেকে ঝুলে আছে। দেশে এমন রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দায়িত্বের বাইরে গিয়ে নির্বাচনকালীন সরকার এ কাজ করেছে যা তাদের সঠিক হয়নি বলে আমি মনে করি। এনিয়ে আরো বিশ্লেষণসহ আলোচনার প্রয়োজন ছিল। আলোচনা না করে এ চুক্তি সই করা ঠিক হয়নি। এতে বাংলাদেশের ওপর  যুক্তরাষ্ট্রের খবরদারি বাড়বে।’ এমনকি এর মাধ্যমে বাংলাদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অপরদিকে প্রগতিশীল সংগঠন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বাংলামেইলকে বলেন, ‘যে সরকার এ চুক্তি সই করেছে আমি জানি, তারা হলেন নির্বাচনকালীন সরকার। আর এধরনের চু্ক্তি নির্বাচনকালীন সরকারের আওতার মধ্যে পড়ে না। তাদের ইখতিয়ারে নাই। কিন্তু তারা এসময়ে দেশের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ বাদ দিয়ে এ চুক্তি করেছে যা সর্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দেখা দিবে।’

তিনি বলেন, ‘মার্কিনিরা এধরনের চুক্তি দুর্বল দেশগুলোর সঙ্গে করে থাকে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য। এভাবে তারা দেশগুলোতে শোষণ চালাচ্ছে। সব মিলিয়ে এ চুক্তির মধ্যমে মার্কিন কর্তৃত্ব স্থাপনের মাধ্যমে দেশ শৃঙ্খলাবদ্ধ হচ্ছে। এ চুক্তি সার্বিকভাবে দেশের রাজনীতি ও অর্থনীতে প্রভাব ফেলবে। দেশীয় ওষুধ ও প্রযুক্তি শিল্প ধ্বংম হবে।’

তবে এ চুক্তিকে ইতিবাচকভাবেই দেখছেন ব্যবসায় সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা মনে করছেন এতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও বড় অর্থনীতির রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়বে। এতে বাংলাদেশই লাভবান হবে।

বিষয়ে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বাংলামেইলকে বলেন, ‘এ ধরনের চুক্তি বিশ্বের অনেক দেশের সঙ্গে তারা করেছে। বাংলাদেশের সঙ্গে হয়েছে। এখন কীভাবে কাজ করবে তা দেখা দরকার। আমি মনে করি, বিশ্বায়নের এ যুগে দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বাড়বে।’

যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশের অগ্রাধিকার সুবিধা (জিএসপি) প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্য হিসেবে জিএসপি সুবিধা আমাদের অনেক আগেই পাওয়া দরকার ছিল। কারণ, আমরা শ্রমিদের কর্মপরিবেশ ও শ্রমমান উন্নয়ন করছি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর যুক্তরাষ্ট্র আমাদেরকে বাণিজ্যিক সহায়তা দিবে বলে আমি মনে করি।’

বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী (সিইও) ড. মো. মুজিবুর রহমানও টিকফা চুক্তিকে ইতিবাচকভাব দেখছেন। তিনি বাংলামেইলকে বলেন, ‘আমি এ চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছি। কারণ এখন এর মাধ্যমে দু’দেশের মধ্যে আলোচনার একটি নতুন রাস্তা হয়েছে। এ ধরনের চুক্তি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভিন্ন নামে হয়েছে। এছাড়া চুক্তির ফলে দু’দেশের বাণিজ্যিক বা পণ্যের আদান প্রদান হবে। মান উন্নয়ন হবে। প্রতিযোগিতা হবে। এতে দেশীয় শিল্পের বিকাশ হবে বলে মনে করি।’

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন কিছুটা উচ্ছ্বাসই প্রকাশ করলেন। টিকফা চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে সরাসরি আলোচনার পথ উন্মুক্ত হলো বলে মনে করছেন তিনি। তিনি বলেন, ‘চুক্তির মাধ্যমে বিদেশের সঙ্গে বাংলাদেশের নতুন রাস্তা তৈরি হবে। বিদেশে আমাদের কোনো কাজের জন্য পূর্বে লবিস্ট নিয়োগ দিতে হতো। এখন সে বিষয়গুলো আমরা নিজেরাই করতে পারবো। এত দেশীয় শিল্পের ক্ষতির কোনো আশঙ্কা নেই।’

প্রসঙ্গত, সোমবার এক অনুষ্ঠানে টিকফা চুক্তির প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে সঙ্গে ৫০টির বেশি দেশের সঙ্গে টিকফা চুক্তি রয়েছে। টিকফা চুক্তিটি আজকালের মধ্যে প্রকাশ করা হবে। এই চুক্তি সই করার ফলে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ বছরে একবার কিংবা তারও বেশি বৈঠকে বসবে। সেখানে বাণিজ্য ও বিনিয়োগের বাধাগুলো নিয়ে আলোচনা করা হবে। কীভাবে এসব বাধা দূর করা যায় সে বিষয়েটি নিয়েও আলোচনা হবে।

এর আগে ১৭ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ চুক্তির খসড়া অনুমোদন করা হয়।

অপরদিকে গতকাল রোববার টিকফা চুক্তির সইয়ের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) বামপন্থি কয়েকটি দল বিক্ষোভ করেছে। অবশ্য বাম দলগুলো প্রথম থেকেই এ চুক্তির বিরোধিতা করে আসছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি টিকফা চুক্তি সইকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া