adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুগ্ধশিল্পের উন্নয়নে প্রাণ-সিডা’র চুক্তি স্বাক্ষর

Cenar-fz20131126233025ঢাকা: সম্প্রতি বাংলাদেশের দুগ্ধশিল্পের উন্নয়নে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের ‘প্রাণ’ কোম্পানি। 

প্রথমবারের  মতো কোনো প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রজেক্টে অংশগ্রহন করল।

বাংলাদেশের প্রান্তিক খামারীদের দুগ্ধ উৎপাদন বাড়াতে প্রাণের পাঁচটি ডেইরী হাব এবং একটি ডেইরী একাডেমী স্থাপন ও পরিচালনার জন্য তিন বছরের জন্য মোট ব্যয়ের ৩০ শতাংশ প্রদান করবে সিডা। ইউনাইটেড নেশনস ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো) এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এর ফলে প্রায় দেড়’শ গ্রামের প্রায় বাইশ হাজার খামাড়ী উপকৃত হবে। 

এছাড়াও এসব ডেইরী হাব এবং একাডেমী স্থাপনের মাধ্যমে খামারীদের গবাদিপশুর জাত উন্নয়ন, খাদ্যাভাস, খামাড় স্থাপন ও উন্নয়নসহ সকল প্রকার চিকিৎসার সুযোগ সুবিধা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ে খামাড়ীদের উন্নয়ন ও নতুন খামাড়ী সৃষ্টিসহ ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ঘটবে বলে জানান প্রাণ ডেইরীর চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান।

তিনি জানান, বর্তমানে পাবনা এবং নাটোরে প্রাণের দুইটি ডেইরী হাব চালু রয়েছে এবং পর্যায়ক্রমে দেশব্যাপী ৬০টি ডেইরি হাব স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এর ফলে দেশে দুধের উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের দুগ্ধ ঘাটতি মোকাবেলায় ব্যাপক অবদান রাখতে সক্ষম হবে। 

তিনি আরো জানান, প্রকল্প বাস্তবায়নের ফলে আরো ২৫ হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হবে। আর এসব কর্মসংস্থানের অধিকাংশই পূরণ হবে নারীদের মাধ্যমে। ফলে নারীরা পরিবারে আর্থিক অবদান রাখতে সক্ষম হবে এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে নারীদের অবদান আরো বৃদ্ধি পাবে। এছাড়া খামাড়ীরা ট্রেনিং একাডেমি থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুবিধা পাবে। ফলে খামাড়ীদের দুগ্ধ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে এতে তারা আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। 

প্রাণ ডেইরীর কার্যক্রম সম্প্রসারণে গত ২৪ নভেম্বর স্থানীয় একটি হোটেলে প্রাণ, ইউনিডো, টেট্র্যাপ্যাক এবং মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তর এর মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষর হয়। প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যাবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদফতরের ডাইরেক্টর জেনারেল ও সিভিও ডা. মোসাদ্দেক হোসাইন, চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বাংলাদেশে সুইডেনের মহামান্য রাষ্ট্রদূত এ্যানিলি লিনডাল কেনি বাংলাদেশে ইউনিডোর হেড অফ অপারেশন জাকি উজ-জামান ও টেট্র্যাপ্যাক ইন্ডিয়ার কী-অ্যাকাউন্ট ম্যানেজার সাবির মাহমুদ ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা), ডিএলএস এবং প্রাণ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।     

উল্লেখ্য প্রাণ ডেইরি’র আওতায় বর্তমানে ৯৮ টি দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরন কেন্দ্র রয়েছে যার মাধ্যমে দৈনিক গড়ে দেড় লাখ লিটার দুধ সংগ্রহ করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া