adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ম্যানইউকে রুখে দিলো কার্ডিফ

image_63862_0ঢাকা: শেষ মুহূর্তে বদলী খেলোয়াড় কিম বো কিয়ুং-এর গোলটি ম্যানচেস্টার ইউনাইটেডকে টানা চতুর্থ জয় থেকে বঞ্চিত করেছে। রোববার রাতে অনুষ্ঠিত এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

কার্ডিফ সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই প্রানবন্ত ফুটবল উপহার দেয়। ১৫ মিনিটে তারকা স্ট্রাইকার ওয়েন রুনির গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। কিন্তু ৩৩ মিনিটে সাবেক ম্যানইউ খেলোয়াড় ফ্রেইজার ক্যাম্পবেল গোল করে সমতায় ফেরান দলকে। তবে প্রথমার্ধের শেষ প্রান্তে রুনির নেয়া কর্নার কিক থেকে হেড করে দলকে এগিয়ে নেন ফরাসী তারকা প্যাট্রিস এভরা।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের লক্ষে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক দলটি। কিন্তু তাদের আক্রমণ সাফল্যের সঙ্গে প্রতিহত করার পাশাপাশি পাল্টা আক্রমণ করে খেলে খেলাটিকে প্রাণবন্ত করে তোলে। তবে খেলার ইনজুরি সময়ে চমৎকার হেডে গোল করে দলকে কাঙ্খিত সমতা এনে দেন বদলি হিসেবে মাঠে নামা কোরিয়ান ফরোয়ার্ড কিম বো কিয়ুং। চমৎকার হেডে গোল করে তিনি কোচের আস্থার প্রতিদান দেন।

এই ড্রয়ের ফলে ডেভিড মোয়েসের দলটি ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। খেলার শুরুতেই প্রতিপক্ষের এক খেলোয়াড়ের হাঁটুর পেছনে লাথি মেরে হলুদ কার্ড দেখেন রেড ডেভিলদের মেজাজী ফরোয়ার্ড রুনি। কিন্তু রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। তবে এ নিয়ে যথেষ্ঠ সমালোচনা হয় কেননা রুনির এই মারাত্নক ফাউলটি ছিলো লাল কার্ড পাওয়ার যোগ্য।

এর আগে দিনের প্রথম খেলায় ম্যানচেস্টার সিটি ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারায় শক্তিশালী টটেনহ্যাম হটস্পারকে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া