adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে নারীদের জন্য বিশেষ ব্যাংক চালু

BL01_BANKING_WOMEN_1380469gভারত সরকার মহিলাদের জন্য ভারতীয় মহিলা ব্যাংক নামে একটি বিশেষায়িত ব্যাংক চালু করেছে গত সপ্তাহে । এ বিশেষায়িত ব্যাংকটি উদ্ভোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং । ব্যাংকটি বর্তমানে ৭ টি শাখা নিয়ে যাত্রা শুরু করেছে। 
এ ব্যাংকটির উদ্দেশ্য মহিলাদের আর্থিক প্রতিষ্ঠানে বেশি করে সম্পৃক্ত করা । ভারতের অর্থমন্ত্রী  চলতি বাজেটের সময় এই মহিলা ব্যাংকের কথা বলেছিলেন। 
ব্যাংকের মুম্বাই শাখার সামনে কিছু কৌতুহলি মানুষ ব্যাংক একাউন্ট খোলার জন্য ভিড় করছিল। ব্যাংকের ভিতরে সব কর্মকর্তা কর্মচারি   নারী এবং নারীদের ব্যাংক একাউন্ট খোলার ব্যাপারে সাহায্য করছেন।
ভারতীয় নারীর এক-চতুর্থাংশ নারীর ব্যাংক একাউন্ট আছে । এ ব্যাংকটির পরিচালক উষা আনম সুবানিয়াম বলেন, ‘আর্থিক প্রতিষ্ঠানের সুবিধা যখন নারীরা বুঝতে পারবেন তখন নারীরা বেশি বেশি সম্পৃক্ত হবেন, নারীরা আর তখন মাটির ব্যাংকে ঘরের সাঝে টাকা জমাবেন না । আর এ ব্যাংকের সব কর্মকর্তা নারী এতে নারীরা ব্যাংকে আসতে সাহস পাবেন।’ 
এ ব্যাংকের আর একটি উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তাদের সহজে ঋণ প্রদান করা যাতে তারা অর্থনৈতিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। 
নারী উদ্যোক্তা সুজিসা বলেন , ‘নারীদের জন্য কেবল মাত্র একটি ট্যাক্সি ক্যাব চালু করতে চেয়েছিলাম যা কেবল মাত্র নারীরাই চালাবেন। এর জন্য ঋণ নিতে ব্যাংকে গেলে তারা শুধু পুরুষের মত ঋণ দিতে চেয়েছিল । 
একজন  নারী একজন পুরুষের চেয়ে ২ শতাংশ কমে ঋণ পাওয়ার কথা অর্থাৎ পুরুষ ১২ শতাংশ পেলে নারী পাওয়ার কথা ১০ শতাংশ হারে ঋণ পাওয়ার কথা কিšত্মু বা¯ত্মবে তা হয় না । তিনি আশা করেন ভারতীয় মহিলা ব্যাংক নারীদের কথা বিবেচনা করবে।’
এই ব্যাংকের ৭ টি শাখা শহরাঞ্চলে । মহিলাদের বেশি সম্পৃক্ত করার জন্য গ্রামাঞ্চলসহ আরও ৫০০ শাখা খোলার চিšত্মা রয়েছে এমনটা জানান ব্যাংকের প্রধান। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া