adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নেতাদের গ্রেপ্তারের জন্য লিস্ট করছেন প্রধানমন্ত্রী’

image_63855_0ঢাকা: ১৮ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখার উদ্দেশ্যে জোটের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী লিস্ট তৈরি করছেন বলে অভিযো করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ধানের শীষ সমর্থক ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘জাতীয় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে’ প্রতিবাদ ও নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে ফারুক বলেন, ‘বিএনপির আন্দোলন দমাতে এবং ১৮ দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখতে সাজানো ও মিথ্যা মামলায় নেতাদের গ্রেপ্তার করার জন্য আপনি বেআইনিভাবে তাদের লিস্ট তৈরি করছেন। কিন্তু আমি আপনাকে বলতে চাই, বিএনপির আন্দোলন মামলা দিয়ে দমন করা যাবে না। বরং আপনি আমাদের বলেন কখন, কোন সময় কোন থানায় আমাদের যেতে হবে, আমরা যেতে প্রস্তুত। কারণ, আপনার পুলিশ আমাদের বাসায় গিয়ে শিশুদের সামনেই বয়োজ্যেষ্ঠ নেতাদের ধরে আনছে।’

নির্বাচন কমিশনারদের অনভিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনারদের নির্বাচন পরিচালনা করার ক্ষমতা নেই, যদি থাকতো তাহলে রাস্তা থেকে কুড়িয়ে এনে বিএনএফ’র মতো দলকে নিবন্ধন দিত না। তাই অনভিজ্ঞ নির্বাচন কমিশনারদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে নির্বাচন কমিশনের উদ্দেশে ফারুক বলেন, ‘আপনারা কেন তফসিল ঘোষণা করছেন না সেটা আমরা ভালো করেই জানি। কারণ প্রধানমন্ত্রী হুকুম না দেয়া পর্যন্ত আপনারা এই বিষয়ে কিছুই করতে পারবেন না। কিন্তু আমরা বলতে চাই, বিএনপিকে বাদ দিয়ে তফসিল ঘোষণা করা হলে তারপর থেকেই সারা দেশে হরতাল-অবরোধ-অসহযোগের ডাক দিয়ে দেশ অচল করে ফেলা হবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, ‘সংলাপ ও সমঝোতার জন্য বিরোধী দলের নেত্রী আপনাকে সময় দিয়েছেন। আর এটা যদি আপনি বেগম খালেদা জিয়ার দুর্বলতা ভাবেন তাহলে আপনি এখনও বোকার স্বর্গে বাস করছেন। কারণ বিএনপি এরশাদের দল নয়।’

বিএনপির মহাসচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মহাসচিব বলেছেন সংলাপ হয়নি। কিন্তু আওয়ামী লীগের দুই-তিনজন শীর্ষস্থানীয় নেতা বলছেন সংলাপ হয়েছে তবে লুকোচুরির মধ্যদিয়ে হয়েছে। তারা এই কথা বলছে জনগণকে বিভ্রান্ত করার জন্য।’

সরকারে উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘সংলাপ ও সমঝোতার পথ এখনও খোলা আছে। আপনারা চাইলে যেকোনো সময় যেকোনো স্থানে সংলাপে বসতে আমরা রাজি। তবে সংলাপ হতে হবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে। কারণ আমরাও চাই না হরতাল অবরোধ।

আয়োজক সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ ও নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাছের মো. রহমাতুল্লাহ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া