adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিসর থেকে তুর্কি রাষ্ট্রদূত বহিষ্কার

04মিসরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হোসেইন আভনি বোতসালিকে মিসর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে মিসর সরকার। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার কায়রোর এ সিদ্ধাšেত্মর কথা জানিয়েছে। আলজাজিরা। তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েব এরদোগানের এক মšত্মব্যের পরিপ্রেক্ষিতে মিসর এ সিদ্ধাšত্ম নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিসর সরকার তার এ মšত্মব্যকে ‘উসকানিমূলক’ বলে মনে করছে। তুরস্ক মিসরের সামরিক অভ্যুত্থানের কঠোর সমালোচনাকারী দেশ, আংকারা বলেছে, এ অভ্যুত্থান তাদের কাছে গ্রহণযোগ্য নয়। আদালতে বিচারকালে মুরসি যে দৃঢ় ভূমিকা গ্রহণ করেন এরদোগান তার প্রশংসা করেন। তিনি বলেন, তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছে তবে যারা তার বিচার করছেন তাদের প্রতি আমার কোনোই শ্রদ্ধা নেই। ২০১২ সালের জুন মাসে মুরসি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এরদোগানের ক্ষমতাসীন একে পার্টির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। মিসরীয় কর্তৃপ অভিযোগ করেছে যে, তিনি দেশটিতে অস্থিতিশীলতা ছড়াতে অজ্ঞাতনামা একটি ‘সংগঠন’কে সমর্থন দিয়ে আসছিলেন। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বদর আবদুল আতি বলেন, তুরস্ক মিসরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টারত সংগঠনে সভা সমাবেশকে সমর্থন করে মিসরের স্বার্থের বিরুদ্ধে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করছে। এ বহিষ্কারের সিদ্ধাšত্ম ঘোষণার পরপরই তুরস্ক এর পাল্টা ব্যবস্থা নেয়ার কথা ঘোষণা করেছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, রাষ্ট্রদূতের সাথে আলোচেনার পর আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। এর ফলে তুরস্ক ও মিসরের সম্পর্ক সর্বনি¤œ পর্যায়ে নেমে গেছে। মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ থমুরসিকে মতাচ্যুত করার ঘটনায় যে ক’টি দেশ কায়রোর সমালোচনা করেছে তুরস্ক তার অন্যতম। মিসরের এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য অভ্যুত্থান’ বলে অভিহিত করেছে তুরস্ক। মিসরীয় মুখপাত্র বলেন, তার সরকার তুরস্কের সাথে কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তিনটি সিদ্ধাšত্ম নিয়েছে, প্রথমত রাষ্ট্রদূতকে বাহিষ্কার করা এবং শার্জ দ্য এফেয়ার্স পর্যায়ে সম্পর্ক নামিয়ে নেয়া। দ্বিতীয়ত তুর্কি রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ব্যক্তি বলে ঘোষণা করা। তৃতীয়ত আমরা তুরস্কে আমাদের রাষ্ট্রদূত পাঠাবো না। তিনি বলেন, রাশিয়া সফর শেষে বৃহস্পতিবার তুির্ক প্রধানমন্ত্রী এরদোগান যে মšত্মব্য করেন তা ছিল ‘উসকানিমূল ও মিসরের অভ্যšত্মরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল।’ আরেকটি কারণ হলো, এরদোগান চার আঙ্গুলের সালাম ব্যবহার করেন এবং একে তিনি ‘স্বাধীনতার নিদর্শন’ বলে অভিহিত করেন। মুরসিকে উৎখাত ও বিশেষ করে গত ১৪ আগস্ট রাবা আল আদুবিয়ায় গণহত্যার ঘটনা তুরস্কের সাথে মিসরের সম্পর্কের অবনতি ঘটে এবং উভয় তাদের রাষ্ট্রদূতকে নিজ নিজ দেশে ডেকে নেয়। গত ৪ সেপ্টেম্বর তুির্ক রাষ্ট্রদূত মিসরে ফিরলেও মিসরীয় রাষ্ট্রদূত এখনো সেখানে ফিরে যাননি। গত ৩ জুলাই মিসরের সেনাবাহিনী এক অভ্যুত্থানে দেশটির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে। সিনাইয়ে শিশুসহ দুইজন নিহত : মিসরের মতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মুক্তি এবং পুনর্বহালের দাবিতে মুসলিম ব্রাদারহুডের বিােভে পুলিশের হামলায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। বিােভ সমাবেশ থেকে পুলিশ অšত্মত ৩৫ জনকে গ্রেফতার করেছে। মিসরের নিরাপত্তা সূত্র জানায়, শুক্রবার উত্তর সুয়েজ এলাকায় এই বিােভ শুরু হয়। বিােভের একপর্যায়ে পথচারী ১০ বছরের একটি শিশু গুলিতে নিহত হয়। গত ৩ জুলাই মিসরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে সেনা অভ্যুত্থানে মতাচ্যুত করা হয়। এরপর থেকে সেনাবাহিনী ও তাদের নিয়োগ করা অšত্মর্র্বতী সরকার ব্রাদারহুডের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে এবং দলটির সব সিনিয়র নেতাসহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সেনা অভ্যুত্থান ও নির্যাতনের প্রতিবাদে প্রায় প্রতি শুক্রবার জুমার নামাজের পর বিােভ কর্মসূচি পালন করে আসছে ব্রাদারহুড এবং মুরসি সমর্থক অভ্যুত্থানবিরোধী জোট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া