adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বড় জয়ে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

image_63723_0 copyঢাকা: একদিন হাতে রেখেই ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। রোববার ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে সফরকারী ইংল্যান্ডকে মাত্র ১৭৯ রানে গুড়িয়ে দিয়ে ৩৮১ রানের বড় জয় পায় স্বাগতিকরা।

টানা চারদিন একতরফা কর্তৃত্ব বজায় রেখেই এই জয় ছিনিয়ে নিলো ক্লার্ক বাহিনী। অস্ট্রেলিয়ার ছুড়ে দেয়া ৫৬১ রান তাড়া করতে গিয়ে আগের দিনই ২৪ রান তুলতে ২ উইকেট খুইয়ে বসে ইংল্যান্ড। রোববার টেস্টের চতুর্থ দিনে মিচেল জনসনের আরেক দফা আগ্রাসী বোলিংয়ে শেষ পর্যন্ত ১৭৯ রানে গুটিয়ে যেতে বাধ্য হয় তারা। অধিনায়ক অ্যালিস্টার কুক এক প্রান্ত আগলে রেখে ১৯৫ বলে ৬৫ রানের সংগ্রামী ইনিংস খেললেও সহযোগী হিসেবে কাউকে তেমনভাবে পাশে পাননি তিনি। ইয়ান বেল ৩২ এবং কেভিন পিটারসেন ২৬ রান করেন। শেষ পর্যন্ত ২৬ রানে অপরাজিত থাকেন জো রুট।

ব্যাটে-বলে অসামান্য নৈপূণ্য দেখানো জনসন ইংল্যান্ড শিবিরে ত্রাস সঞ্চার করে মাত্র ৪২ রানে ৫ উইকেট নেন। এছাড়াও রায়ান হ্যারিস ৪৯ রানে এবং অফ স্পিনার নাথান লিয়ন ৪৬ রানে দুটি করে উইকেট নেন। জনসন নিজেদের প্রথম ইনিংসে ৬৪ রান রান করে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। এরপর বল হাতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৬১ রানে ৪ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দুর্বার নৈপূণ্য দেখিয়ে অপরাজিত ৩৯ রান করার পর বল হাতে ইংল্যান্ডের ৫ ব্যাটসম্যানের প্রাণ সংহার করেন। এই অসামান্য অলরাউন্ড নৈপূণ্য তাকে ডেভিড ওয়ার্নার, মাইকেল ক্লার্ক, ব্রাড হ্যাডিনকে পেছনে ফেলে ম্যাচসেরার পুরষ্কার এনে দেয়।



এটা ছিলো অ্যাশেজ সিরিজে টানা ১০ টেস্টের পর অস্ট্রেলিয়ার প্রথম জয়। আগামী ৫-৯ ডিসেম্বর অ্যাডিলেডে এই দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে।



সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ২৯৫(হ্যাডিন ৯৪, জনসন ৬৪, ওয়ার্নার ৪৯, স্মিথ ৩১, ওয়াটসন ২২, ব্রড ৬/৮১, অ্যান্ডারসন ২/৬৭, ট্রেমলেট ১/৫১)

ও দ্বিতীয় ইনিংস ৪০১/৭(ডিক্লেঃ) (ওয়ার্নার ১২৪, ক্লার্ক ১১৩, হ্যাডিন ৫৩, জনসন অপঃ ৩৯, বেইলি ৩৪, ট্রেমলেট ৩/৬৯, ব্রড ২/৫৫, সোয়ান ২/১৩৫)



ইংল্যান্ড প্রথম ইনিংস ১৩৬(কারবেরি ৪০, ব্রড ৩২, পিটারসেন ১৮, কুক ১৩, জনসন ৪/৬১, হ্যারিস ৩/২৮, লিয়ন ২/১৭, সিডল ১/২৪) ও দ্বিতীয় ইনিংস ১৭৯(কুক ৬৫, বেল ৩২ পিটারসেন ২৬, জো রুট অপঃ ২৬, জনসন ৫/৪২, লিয়ন ২/৪৬, হ্যারিস ২/৪৯)

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া