adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মুশফিকের ব্যাটিং নৈপুণ্যে জামালের জয়

zhfusvx-ot20131122202823সাভার: আরেকবার চমক দেখালেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সব ধরনের সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিয়ার সেরা পারফরমেন্স করলেন টেস্ট ক্রিকেটে দ্বিশতক হাঁকানো একমাত্র তারকা। শুক্রবার সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে অনবদ্য এক ইনিংস খেলেছেন শেখ জামাল ধামন্ডি ক্লাবের অধিনায়ক। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন স্টিভেন ক্রুক। দুজনের শতকে প্রাইম দোলেশ্বরকে ছয় উইকেটে হারিয়েছে ধানমন্ডির ক্লাবটি। টানা দুই ম্যাচ জিতল তারা।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ৩০৪/৭ (৫০ ওভার)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৩০৫/৪ (৪৬ ওভার)

ফল: শেখ জামাল জয়ী ছয় উইকেটে

প্রথম রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল দোলেশ্বর। ওই ম্যাচে ফিফটি হাঁকানো জশুয়া কব দ্বিতীয় রাউন্ডেও দারুণ খেললেন। আগে ব্যাট করতে নেমে ১০৭ রানে তিন উইকেট হারায় দোলেশ্বর। চতুর্থ জুটিতে ডেউইড মালানকে সঙ্গে নিয়ে ১৩২ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন কব। ব্যক্তিগত সেরা ১২৩ রানে এই ইংলিশ তারকা দিলশান মুনাবীরার শিকার হলে শতরানের এই জুটি ভাঙে।

মালান দ্বিতীয় সেরা ৬১ রানে আউট হন আব্দুর রাজ্জাকের বলে। তিলকারত্নে সম্পথ ২১ ও সোহাগ গাজী ১৩ রানে অপরাজিত ছিলেন।

জামালকে ৩০৫ রানের লক্ষ্য দিয়ে ৯০ রানের মধ্যে তিনটি উইকেট তুলে নিয়ে স্বস্তিতে ছিল দোলেশ্বর। কিন্তু মুশফিক ও ক্রুকের ১৮৯ রানের জুটিতে তাদের জয়ের আশা ভেস্তে যায়। দলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ক্রুক, ৮৪ বলে সাত চার ও ছয় ছক্কায় ১০০ রানে গাজীর দ্বিতীয় শিকার হন।

অন্যপ্রান্তে ১১৮ বলে ১২ চার ও পাঁচ ছয়ে ১৪৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মুশফিক। এলটন চিগুম্বুরা ১২ রানে সঙ্গী ছিলেন তার।



নির্দ্বিধায় ম্যাচসেরা হয়েছেন মুশফিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া