adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদে শীর্ষে চ্যানেল আই

image_55564_0ঢাকা: সর্বশেষ প্রকাশিত টিআরপিতে সংবাদ শাখায় দেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে শীর্ষে অবস্থান নিয়েছে চ্যানেল আই। এ তালিকায় সবশেষ চ্যানেল এশিয়ান টিভি। চলতি বছরের ৪৬তম সপ্তাহে (৯-১৫ নভেম্বর) প্রকাশিত টিআরপির জিপিআই (জেনরে পারফরমেন্স ইনডেক্স) থেকে এ তথ্য জানা গেছে।


৪৬তম সপ্তাহে সংবাদ শাখায় চ্যানেল আই-এর জিআরপি (গ্রস রেটিং পয়েন্ট) ছিল ১ হাজার ৬০৫। সংবাদের জন্য ৫ শতাংশ সময় ব্যয় করে এ চ্যানেলটি পেয়েছে ১১ শতাংশ দর্শক। ১ হাজার ৩১৮ জিআরপি নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে একাত্তর টিভি। তিন নম্বরে রয়েছে এটিএন নিউজ। এর জিআরপি ছিল ১ হাজার ৩১১।


 


সময় টেলিভিশন রয়েছে চার নম্বরে। এর জিআরপি রেকর্ড করা হয়েছে ১ হাজার ৩০৮।





এটিএন বাংলা রয়েছে পাঁচ নম্বরে। এর জিআরপি ১ হাজার ১৮৪। চ্যানেল টোয়েন্টিফোর রয়েছে ছয় নম্বরে। জিআরপি ১ হাজার ৪৭।





১ হাজার ২৩ জিআরপি রেকর্ড করা হয়েছে একুশে টেলিভিশনের। এটি রয়েছে সাত নম্বরে। আট নম্বরে রয়েছে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। এর জিআরপি ৯৫২। ৮৩৮ জিআরপি নিয়ে আরটিভি রয়েছে নয় নম্বরে।





বাংলাভিশন রয়েছে ১০ নম্বরে। জিআরপি ৬৬৬। ৬৫১ জিআরপি নিয়ে বৈশাখী টেলিভিশন রয়েছে ১১ নম্বরে।





এনটিভির অবস্থান ১২। জিআরপি ছিল ৫৯৩। দেশটিভি রয়েছে ১৩ নম্বরে। জিআরপি ৪৫৬। এসএটিভির অবস্থান ১৪। জিআরপি ৪৫৫। জিটিভির জিআরপি রেকর্ড করা হয়েছে ৪২৮। এটি রয়েছে ১৫ নম্বরে। ৪২৫ জিআরপি নিয়ে ১৬ নম্বরে অবস্থান নিয়েছে মাইটিভি।





২৭৯ জিআরপি রেকর্ড করা হয়েছে মাছরাঙা টেলিভিশনের। এটি রয়েছে ১৭ নম্বরে। ১৮৫ জিআরপি নিয়ে মোহনা টিভি রয়েছে ১৮ নম্বরে।





বিটিভির জিআরপি ১৭৫। এটি রয়েছে ১৯ নম্বরে। চ্যানেল নাইন রয়েছে ২০ নম্বরে। জিআরপি ১৪৮।





তালিকার সবশেষ অবস্থান ২১ নম্বরে রয়েছে এশিয়ান টিভি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া