adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ জয়

ot20131122000652পাল্লেকেলে: শ্রীলঙ্কা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের ৮ উইকেটে হারিয়েছে লঙ্কানরা। প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে 



যাওয়ায় ১-০ ব্যবধানে সিরিজ জিতল তারা।



নিউজিল্যান্ড: ১৪২/৭ (২০ ওভার)

শ্রীলঙ্কা: ১৪৩/২ (১৭.৫ ওভার)

ফল: শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী



সীমিত ওভারের এই ক্রিকেটীয় সফরে নিউজিল্যান্ডকে বৃষ্টি বাধায় পড়তে হয়েছে শুরু থেকেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি পণ্ড হয়ে যায়। বাকি দুটি ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দুদলই একটি 



করে জয় পেলে অমীমাংসিত থাকে সিরিজ। অবশেষে এই একটি ম্যাচই প্রতিকূল আবহাওয়ার হস্তক্ষেপ ছাড়া শেষ হলো। জয় পেল স্বাগতিকরা।



এদিন পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় দিনেশ চান্দিমালের দল। কিউইদের হয়ে ব্যাট হাতে তেমন ঝড় তুলতে পারেননি কেউ। ওপেনার অ্যান্টন ডেভচিচ ২৩ বলে ৩০ রান করেন। 



লুক রঁচি ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন ২৫ বলে। বলার মতো ছোটখাটো ইনিংস খেলেছেন নাথান ম্যাককালাম (২৬), টম ল্যাথাম (২০) ও কলিন মুনরো (১৭)।



বল হাতে তিলকরত্নে দিলশান ছিলেন উইকেটশূন্য। বাদবাকি লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, রমিথ রামবুকওয়েল্লা, অজন্তা মেন্ডিস ও থিসারা পেরেরা একটি করে উইকেট দখল করেন।



লক্ষ্যে নেমে দলীয় ৮ রানে মাহেলা জয়াবর্ধনেকে (৫) সাজঘরে ফেরান মিচেল ম্যাকক্লেনাঘান। দিলশান ও কুশল পেরেরার ৯৬ রানের জুটিতে জয়ের পথেই ছিল স্বাগতিকরা। পেরেরা দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি হাঁকিয়ে রব নিকোলের বলে ফিরতি ক্যাচ তুলে দেন। ৩৭ বলে ছয় চার ও দুই ছয়ে ৫৭ রান করে ম্যাচসেরা তিনি।



বাকিটা সময় কুমার সাঙ্গাকারাকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান দিলশান। অষ্টম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন তিনি। ৪৯ বলে আটটি বাউন্ডারিতে সাজানো তার ৫৯ রানের সেরা ইনিংস। এনিয়ে কিউইদের বিপক্ষে টানা তিনটি ফিফটি পেলেন দিলশান। অপর প্রান্তে ২০ রানে টিকে ছিলেন সাঙ্গাকারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া