adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে হযবরল

image_62736_0 (1)নির্বাচনকালীন মন্ত্রিসভা পুনর্গঠন নিয়ে সরকারের মধ্যে হযবরল অবস্থা তৈরি হয়েছে। গত সোমবার নতুন আট মন্ত্রী শপথ গ্রহণের পর গতকাল বুধবার পর্যন্ত তাদের দায়িত্ব বণ্টন হয়নি। পুরনো মন্ত্রীদের মধ্যে কারা কারা থাকছেন তাও স্পষ্ট নয়। বাদ পড়ার আশঙ্কায় অনেকে সচিবালয়ে আসছেন না। আবার যারা অতি আগ্রহ নিয়ে আসছেন তাদের নির্দেশ পালন নিয়ে কর্মকর্তাদের মধ্যে শঙ্কা কাজ করছে। মন্ত্রিত্ব বাচাতে তদবিরেও নেমে পড়েছেন অনেকে। ফলে প্রশাসনে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। স্থবির হয়ে পড়েছে সব কাজকর্ম। খোঁজ নিয়ে জানা গেছে, গত সোমবার মন্ত্রিসভা পুনর্গঠনের পর গতকাল পর্যন্ত দফতর বণ্টন করা হয়নি। সন্ধ্যা পর্যন্ত নতুন মন্ত্রীরা অপোয় ছিলেন তাদের দফতর বণ্টন বিষয়ে হয়তো প্রজ্ঞাপন জারি করা হবে। কিন্তু হয়নি। পুরনো মন্ত্রীদের অনেকের মধ্যে বাদ পড়ার আতঙ্ক কাজ করছে। খাদ্যমন্ত্রীসহ কয়েকজন গতকাল মন্ত্রণালয়ে আসেননি। তবে অর্থমন্ত্রী, তথ্যমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা সচিবালয়ে অফিস করেন। কর্মকর্তাদের মধ্যে এখনো পদত্যাগপত্র জমাদান নিয়ে ভীতি কাটছে না। তাদের পদত্যাগপত্র জমাদানের পর তা কার্যকর হবে কি না তা নিয়েও বিতর্কের শেষ নেই। সংবিধান অনুযায়ী পদত্যাগপত্র জমাদানের পরই তা কার্যকর হয়েছে বলে আইন বিশেষজ্ঞরা বললেও সরকারের প থেকে বলা হয়েছে রাষ্ট্রপতি গ্রহণ না করা পর্যন্ত মন্ত্রীরা বহাল থাকবেন। সাংবিধানিক এ বিতর্ক এভাবে সমাধান করা যাবে কি না তা নিয়ে এখনো বিতর্ক রয়েই গেছে। এ অবস্থায় প্রশাসনিক কাজকর্মে স্থবিরতা তৈরি হয়েছে। জানা গেছে, মন্ত্রী ও উপদেষ্টা মিলিয়ে সরকারের প্রশাসনে ঢাউস অবস্থা তৈরি হয়েছে। স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠনের কথা থাকলেও তা ক্রমেই বড় হচ্ছে। বর্তমানে মন্ত্রিপরিষদে ৬৭ জন সদস্য রয়েছেন। উপদেষ্টাদের ভিড় বেড়ে যাওয়ায় এ সংখ্যা আরো বাড়তে পারে। সরকার এটিকে কখনো নির্বাচনকালীন মন্ত্রিসভা কখনো সর্বদলীয় মন্ত্রিসভা আবার কখনো বহুদলীয় মন্ত্রিসভা উল্লেখ করায় নাম নিয়েও জটিলতা বেধেছে। মন্ত্রিসভা গঠনের পরও দায়িত্ব বণ্টন নিয়ে জটিলতার কারণ হিসেবে জানা গেছে, পুরনোদের অনেকেই দায়িত্ব ছাড়তে চাচ্ছেন না। তারা বলছেন যেহেতু সরকার সম্পূর্ণ পদত্যাগ করছে না তাই তারা মন্ত্রিপরিষদ থেকে বাদ পড়লে এলাকায় খারাপ প্রভাব পড়বে এবং লোকজন আর তাদের ভোট দেবে না। বৃহত্তর কুমিল্লার প্রভাবশালী এক মন্ত্রী বাদ পড়ার বিষয় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিলেন। এ আশঙ্কায় দুই দিন তিনি অফিসেও আসেননি। কিন্তু শেষপর্যায়ে গত মঙ্গলবার তিনি ‘অভিযানে’ নামেন। মন্ত্রিত্ব হারালে তার পে আর নির্বাচনে পাস করে আসা সম্ভব হবে না বলে সাফ জানানোর পর অবশেষে এ যাত্রা তিনি টিকে গেছেন। মন্ত্রী হিসেবে আজ প্রধানমন্ত্রীর ওমরাহ যাত্রায় সফরসঙ্গী হিসেবে তার থাকাটাও প্রায় নিশ্চিত বলে জানা গেছে। অন্য মন্ত্রীরাও বিভিন্নভাবে তদবির চালাচ্ছেন যাতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন। তবে দায়িত্ব বণ্টন নিয়ে জানা গেছে, নতুনদের অনেকেই কাক্সিত মন্ত্রণালয় না পেলে নিতে চাচ্ছেন না। আবার ঝুঁকিপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিতেও অনেকের আপত্তি রয়েছে। এর মধ্যে এরশাদের জাতীয় পার্টির মন্ত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় অন্যরা আপত্তি তুলেছেন। মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টনের আগেই তদবিরে খোদ প্রধানমন্ত্রীই বিরক্ত। তিনি আজ বৃহস্পতিবার পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার প্রাক্কালে দফতর বণ্টনের একটি তালিকা দিয়ে সে অনুযায়ী প্রজ্ঞাপন জারি করার নির্দেশ দেয়ার সম্ভাবনা রয়েছে। আর তা না হলে তিনি দেশে ফেরার পর দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, সরকার এখনো বিএনপি কিংবা এর খ-িত কোনো একটি অংশকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করতে চায়। সে অনুযায়ী জোর প্রচেষ্টা চলছে। আর সে জন্যই মন্ত্রিপরিষদের আটজনের শপথ হলেও দায়িত্ব বণ্টন বিলম্বিত হচ্ছে। তবে এেে ত্র এখনো বড় রকমের সফলতা আসেনি। মূলধারার বিএনপির কেউই নতুন এই মন্ত্রিসভায় যোগ দিতে রাজি হননি। সংস্কারপন্থী এবং ওয়ান ইলেভেনের সময় বিএনপি ভাঙার কাজে জড়িতদের কয়েকজন শুরুতে রাজি হলেও এখন গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। তবে বিভিন্নভাবে সরকারের তরফ থেকে তাদের রাজি করাতে জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ দিকে এরশাদকে নিয়ে অস্বস্তি সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের মাঠপর্যায়েও। এরশাদের সাথে সরকারের ৬০ থেকে ৭০ আসন দেয়ার একটি সমঝোতার ভিত্তিতেই তারা মন্ত্রিপরিষদে চাহিদা মোতাবেক যোগদানে সম্মত হয়েছিলেন। কিন্তু চারদিকে সমালোচনা শুরু হওয়ার পর এরশাদ আরো আসনের দাবি জানাতে পারেন বলে মাঠপর্যায়ে খবর ছড়িয়েছে। এরশাদের এই নিত্য নতুন দাবি এবং উত্তরবঙ্গে আওয়ামী লীগের কম আসন প্রাপ্তির সম্ভাবনার প্রোপটে সেখানে অসন্তোষ দেখা দিয়েছে। এরশাদ আবারো আওয়ামী লীগকে নিয়ে ব্লাক মেইলিং করতে পারেন বলে অনেকেই আশঙ্কা করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া