adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুদক আইনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জনগণ: ভারপ্রাপ্ত চেয়ারম্যান

image_55459_0ঢাকা: সংসদে পাস হওয়া সংশোধিত দুদক আইন আলোর মুখ দেখবে না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন। তিনি বলেছেন, “এত বড় বৈষম্য এই আইনে রয়েছে যে, এর বিরুদ্ধে  রুখে দাঁড়াবে জনগণ।”



বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে দুর্নীতি দমন কমিশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



অনুষ্ঠানের শুরুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন চুপ্পু দুদকের কর্মকর্তাদের দুর্নীতিবিরোধী কার্যক্রমে আরো জোরালো ভূমিকা রাখার জন্য শপথবাক্য পাঠ করান।



দুদকের সচিব মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, দুদকের কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ, দুদকের ডিজি কামরুল হাসান মোল্লা, ডিজি জিয়া উদ্দিন, পরিচালক আবদুর রব নকীর প্রমুখ।



দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান  বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারী, কিংবা বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেযার আগে যদি সরকারের অনুমতি নিতে হয়, তবে আমরা স্বাধীন হলাম কীভাবে।”

 

ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালনরত কমিশনার সাহাবুদ্দিন বলেন, “দুদক আইন নিয়ে আমরা অনেক আশাবাদী ছিলাম। এই আইনের মাধ্যমে দুদক শক্তিশালী হবে এমন প্রত্যাশা ছিল আমাদের। কিন্তু হঠাৎ করেই আইনটি পাস করা হলো সংসদে।” তিনি আরো বলেন, “এক দেশের নাগরিকদের জন্য দুই রকম আইন থাকতে পারে না।” এই আইন দেশের নাগরিকদের দুই ভাগে ভাগ করেছে বলে মন্তব্য করেন তিনি।



প্রধান অতিথির বক্তব্যে ড.  মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, দুর্নীতি প্রতিরোধে ব্যাপক গণসচেতনতার প্রয়োজন।  সেই সঙ্গে গণমাধ্যমের আরো বেশি ভূমিকা থাকতে হবে। দুদকের দায়ের হওয়া সব মামলা সঠিকভাবে না হওয়ায় আসামিরা খালাস পায় বলে মন্তব্য করে সাবেক গভর্নর।



ফরাস উদ্দিন বলেন, ২০০১ সালে বাংলাদেশকে অন্যায়ভাবে বিশ্বের এক নম্বর দুর্নীতিপরায়ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই দুর্নীতি হচ্ছে। তিনি আরো বলেন, দুর্নিীতি এক পক্ষ থেকে হয় না, একজন যেমন ঘুষ দেয়, তেমনি অন্যজন ঘুষ নেয়।



দুদকের কমিশনার নাসির উদ্দিন আহমেদ বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ৬৪টি জেলায় দুদকের কার্যালয় স্থাপন করার পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। সেই সঙ্গে সরকার, বিচার বিভাগ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা বাড়াতে হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2013
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া